৭/সাত দিনের নাম (বাংলা + ইংরেজি + আরবি)

৭/সাত দিনের নাম (বাংলা + ইংরেজি + আরবি)

এক সপ্তাহ সমান ৭ দিন। আমাদের সপ্তাহ শনিবার দিয়ে শুরু হয় আর শুক্রবার দিয়ে শেষ হয়ে যায়। এর মাঝখানে আরও পাঁচ দিন রয়েছে। প্রত্যেকেরই আলাদা আলাদা নাম আছে। শিশুকাল থেকেই আমরা এসব নাম শিখে এসেছি। তবে কখনো ভেবে দেখেছেন কি এ ৭/সাত দিনের নাম নামকরণের কারণ বা কীভাবে এলো? যদি না জেনে থাকেন, তাহলে চলুন ৭/সাত দিনের নাম (বাংলা + ইংরেজি + আরবি) এবং নামকরণের কারণ সম্পর্কে জেনে নেই।

নিম্নে ৭/সাত দিনের নাম (বাংলা + ইংরেজি + আরবি) তুলে ধরা হলো-

৭/সাত দিনের নাম (বাংলা + ইংরেজি + আরবি) ছবি

ক) ৭/সাত দিনের নাম (বাংলা + ইংরেজি + আরবি)

বাংলাইংরেজিআরবি
শনিবারSaturdayইয়াওমুছ ছাবত
রবিবারSundayইয়ামুল আহাদ
সোমবারMondayইয়ামুল ইসনাইন
মঙ্গলবারTuesdayইয়ামুল ছালাছা
বুধবারWednesdayইয়ামুল আর’বা
বৃহস্পতিবারThursdayইয়ামুল খামিছ
শুক্রবারFridayইয়ামুল জুমা

খ) নামকরণের কারণ/কীভাবে এল সপ্তাহের নাম?

প্রাচীনকালে মানুষের দৈনন্দিন জীবনে দেব-দেবীরা ওতপ্রোতভাবে জড়িত ছিল। তাদের এতটাই প্রভাব ছিল যে তাদের স্মরণ করার জন্য মানুষ তাদের নাম নিয়ে দিনের শুরু ও শেষ করত। তাই তাদের স্মরণে সপ্তাহের ৭ দিনের নাম রাখা হয়। তারা ভাবত এতে তাদের ভালো হবে।

শনিবার (Saturday): শৌর্য-বীর্যের প্রতীক রোমান দেবতা ‘স্যাটার্ন’ এর নামানুসারে এই দিনের নামকরণ করা হয় শনিবার। এর আরেক নাম হলো স্যাটার্ন’স ডে। ল্যাটিন ভাষায় এই দিনটিকে ‘ডায়েস স্যাটার্নি’ (dies saturni) বলা হয়।

রবিবার (Sunday): সানডে শব্দটি গ্রীক ও ল্যাটিন ভাষা থেকে উদ্ভব হয়। এর অর্থ হলো সূর্যের দিন। ‘সূর্য’ দেবতাকে স্মরণ করেই এই নামকরণ। ফ্রেঞ্চ ও স্প্যানিশ ভাষায়ও সানডে’র অর্থ একই। তবে খ্রিস্টানরা এই দিনটিকে ‘ঈশ্বরের দিন’ বা ‘লর্ডস ডে’ এবং ইহুদীরা ‘সাব্বাত ডে’ হিসেবে পালন করে।

সোমবার (Monday): ‘চন্দ্রদেবী’র নামানুসারে ‘মানডে’র নামকরণ করা হয়। এর অর্থ ‘মুন’স ডে বা চন্দ্রদিন। ল্যাটিন ভাষায় এই দিনটিকে ‘ডায়েস লুনি’ (dies lunae), গ্রীক ভাষায় ‘হেমেরা সেলেনস’ (hemera selenes), স্প্যানিশ ভাষায় ‘লুনস গেস’ (lunes Ges) এবং ফ্রেঞ্চ ভাষায় ‘লুন্ডি’ (lundi) বলা হয়। যার সবগুলোর অর্থই একই।

See also  ৩০+ সবজির নাম ও ছবি

মঙ্গলবার (Tuesday): মঙ্গলবার নামকরণ করা হয় ঈশ্বরের নামে। যুদ্ধ ও আকাশের দেবতা ‘টুই’ (Tiu) অথবা ‘টিয়া’ (Twia) এর নামে দিনটির নামকরণ করা হয়। একে ল্যাটিন ভাষায় ‘ডায়েস মেরিটসও’ (dies mertis) বলা হয়ে থাকে। আর গ্রীক ভাষায় বলা হয় ‘হেমেরাস এরিওস’ (hemera areos) বলা হয়।

বুধবার (Wednesday): ‘ওডিন’ নামক একজন দেবতার নাম থেকে এই দিনের নামকরণ করা হয়। তার নামানুসারে একে ‘ওডেন’স ডে-ও বলা হয়। স্প্যানিশ ভাষায় একে বলা হয় ‘মাইরকোলস’ (Miercoles) এবং ফ্রেঞ্চ ভাষায় একে বলা হয় ‘মারক্রেডি’ (Mercredi)।

বৃহস্পতিবার (Thursday): বজ্র ও বিজলির দেবতা ‘থর’-এর নামে এই দিনটির নামকরণ করা হয়। দিনটিকে ল্যাটিন ভাষায় ‘জুপিটার’ এবং গ্রীক ভাষায় ‘জিউস’ বলা হয়।

শুক্রবার (Friday): সপ্তাহের শেষ দিনের নামকরণ করা হয় বিয়ে এবং উর্বরতার দেবী ‘ফ্রিয়ার’ (frreyar) নামে। ল্যাটিন ভাষায় এই দিনটি দেবী ‘ভেনাসে’র (Venus) এর নামে এবং গ্রীক ভাষায় দেবী ‘এফ্রোডাইটে’র (Aphrodite) নামে পরিচিত।

আজ এখানেই শেষ করছি। আর্টিকেলটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন। ধন্যবাদ।

অনুরোধ!! পোষ্ট ভালো লাগলে প্লিজ উপরের শেয়ার আইকনে ক্লিক করে পোষ্টটি শেয়ার করে দিন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

informationbangla.com default featured image compressed

শীর্ষ ১০টি ক্রেন, এক্সকাভেটর, লোডার, বুলডোজার ও ফর্কলিফট নির্মাতাদের নামের তালিকা

আলোচ্য বিষয়: (১) শীর্ষ ৫ ধরণের হেভি ইক্যুইমমেন্ট সমূহ (২) শীর্ষ ২৭টি ক্রেন, এক্সকাভেটর, লোডার, বুলডোজার ও ফর্কলিফট নির্মাতাদের নামের তালিকা একত্রে (৩) শীর্ষ ১০ ক্রেন নির্মাতা (৪) শীর্ষ ১০ এক্সকাভেটর নির্মাতা (৫) শীর্ষ ১০ লোডার নির্মাতা (৬) শীর্ষ ১০ বুলডোজার নির্মাতা (৭) শীর্ষ ১০ ফর্কলিফট নির্মাতা ... Read More
ব্যবসা প্রতিষ্ঠানের নাম

ব্যবসা প্রতিষ্ঠানের নাম

আলোচ্য বিষয়: (১) ব্যবসা প্রতিষ্ঠানের নামের গুরুত্ব (২) ব্যবসা প্রতিষ্ঠানের নামকরণের ইতিহাস (৩) কীভাবে একটি আদর্শ নাম নির্বাচন করবেন (৪) নমুনাস্বরূপ কিছু ব্যবসা প্রতিষ্ঠানের নামের উদাহরণ ... Read More
১৫টি ঔষধি গাছের নামের তালিকা, ঔষধি গাছের ছবি, নাম ও উপকারিতা

১৫টি ঔষধি গাছের নামের তালিকা, ঔষধি গাছের ছবি, নাম ও উপকারিতা

আলোচ্য বিষয়: (১) ঔষধি গাছের নামের তালিকা (২) ঔষধি গাছের ছবি ও নাম (৩) ঔষধি গাছের নাম ও উপকারিতা ... Read More
গরুর নামের তালিকা, ছাগলের নামের তালিকা, মহিষের নামের তালিকা, ভেড়ার নামের তালিকা, ঘোড়ার নামের তালিকা

গরুর নামের তালিকা, ছাগলের নামের তালিকা, মহিষের নামের তালিকা, ভেড়ার নামের তালিকা, ঘোড়ার নামের তালিকা

আলোচ্য বিষয়: (১) গরুর নামের তালিকা (Cattle) (২) ছাগলের নামের তালিকা (Buffalo) (৩) মহিষের নামের তালিকা (Goat) (৪) মেষ বা ভেড়ার নামের তালিকা (Sheep) (৫) ঘোড়ার নামের তালিকা (Horse) ... Read More
৭/সাত দিনের নাম (বাংলা + ইংরেজি + আরবি)

৭/সাত দিনের নাম (বাংলা + ইংরেজি + আরবি)

আলোচ্য বিষয়: নিম্নে ৭/সাত দিনের নাম (বাংলা + ইংরেজি + আরবি) তুলে ধরা হলো- ... Read More
আরবি বারো মাসের নাম ও নামকরণের কারণ

আরবি বারো মাসের নাম এবং নামকরণের কারণ

আলোচ্য বিষয়: (১) আরবি বার মাসের নাম (২) আরবি ১২ মাসের নাম নামকরণের কারণ ... Read More
ছেলেদের ইসলামিক নাম অর্থসহ (১২০০টি)

ছেলেদের ইসলামিক নাম অর্থসহ (১২০০টি)

আলোচ্য বিষয়: নিচে প্রায় ১২০০টি ছেলেদের ইসলামিক নাম অর্থসহ উপস্থাপন করা হলো- (১) মহান আল্লাহর গুণবাচক নাম যুক্ত করে ছেলেদের ইসলামিক নাম অর্থসহ (২) বিশ্বনবী (সাঃ)-এর গুণবাচক নামসমূহ দ্বারা ছেলেদের ইসলামিক নাম অর্থসহ (৩) নবিগণের নাম দ্বারা ছেলেদের ইসলামিক নাম অর্থসহ (৪) সম্বানিত সাহাবিগণের নাম দ্বারা ছেলেদের ইসলামিক নাম অর্থসহ (৫) এক শব্দে ছেলেদের ইসলামিক নাম অর্থসহ (৬) দুই শব্দে ছেলেদের ইসলামিক নাম অর্থসহ ... Read More
১৫০+ মেয়ে শিশুর ইসলামিক নাম তালিকা

১৫০+ মেয়ে শিশুর ইসলামিক নাম তালিকা

আলোচ্য বিষয়: নিম্নে মেয়ে শিশুর ইসলামিক নাম তালিকা ১ থেকে ৩০০ পর্যন্ত ধারাবাহিকভাবে উপস্থাপন করা হলো- ... Read More
২৪০০+ ছেলেদের ইসলামিক নাম অর্থসহ

২৪০০+ ছেলেদের ইসলামিক নাম অর্থসহ

আলোচ্য বিষয়: (১) আ দিয়ে ছেলেদের ইসলামিক নাম অর্থসহ (২) ই দিয়ে ছেলেদের ইসলামিক নাম অর্থসহ (৩) ঈ দিয়ে ছেলেদের ইসলামিক নাম অর্থসহ (৪) উ দিয়ে ছেলেদের ইসলামিক নাম অর্থসহ (৫) এ দিয়ে ছেলেদের ইসলামিক নাম অর্থসহ (৬) ও দিয়ে ছেলেদের ইসলামিক নাম অর্থসহ (৭) ক দিয়ে ছেলেদের ইসলামিক নাম অর্থসহ (৮) খ দিয়ে ছেলেদের ইসলামিক নাম অর্থসহ (৯) গ দিয়ে ছেলেদের ইসলামিক নাম অর্থসহ (১০) ছ দিয়ে ছেলেদের ইসলামিক নাম অর্থসহ (১১) জ দিয়ে ছেলেদের ইসলামিক নাম অর্থসহ (১২) ত দিয়ে ছেলেদের ইসলামিক নাম অর্থসহ (১৩) দ দিয়ে ছেলেদের ইসলামিক নাম অর্থসহ (১৪) ন দিয়ে ছেলেদের ইসলামিক নাম অর্থসহ (১৫) প দিয়ে ছেলেদের ইসলামিক নাম অর্থসহ (১৬) ফ দিয়ে ছেলেদের ইসলামিক নাম অর্থসহ (১৭) ব দিয়ে ছেলেদের ইসলামিক নাম ... Read More
আল্লাহর 99 নাম

আল্লাহর 99 নাম

আলোচ্য বিষয়: নিম্নে ‘আল্লাহর 99 নাম’ উপস্থাপন করা হলো- ... Read More