শিরক শব্দের অর্থ, কী, কাকে বলে? শিরক কত প্রকার? শিরকের কুফল ও প্রতিকার

শিরক শব্দের অর্থ কি, কাকে বলে কত প্রকার শিরকের কুফল ও প্রতিকার

(১) শিরক শব্দের অর্থ কী?

শিরক শব্দের অর্থ অংশীদার সাব্যস্ত করা, একাধিক স্রষ্টা বা উপাস্যে বিশ্বাস করা।

(২) শিরক কী?

শিরক হলো তাওহিদের বিপরীত। আল্লাহ তায়ালার সাথে কাউকে অংশীদার করাই হলো শিরক। শিরকের মাধ্যমে মহান আল্লাহ তায়ালার সাথে জুলুম করা হয়। শিরক হলো পাপের জগতে সবচেয়ে বড় পাপ।

(৩) শিরক কাকে বলে?

ইসলামি পরিভাষায়, মহান আল্লাহর সাথে কোনো ব্যক্তি বা বস্তুকে শরিক করা কিংবা তাঁর সমতুল্য মনে করাকে শিরক বলা হয়।

যে ব্যক্তি শিরক করে তাকে বলা হয় মুশরিক।

আল্লাহ তায়ালা স্বয়ং শিরকের ধারণা খণ্ডন করেছেন।

তিনি বলেন,

“বলুন (হে নবি!) তিনি আল্লাহ্, এক ও অদ্বিতীয়।”

(সূরা আল-ইখলাস, আয়াত ১)

অন্যত্র আল্লাহ তায়ালা বলেন,

“কোনো কিছুই তাঁর সদৃশ নয়।”

(সূরা আশ্-শুরা, আয়াত ১১)

আল-কুরআনে আরও বলা হয়েছে,

“যদি সেথায় (আসমান ও জমিনে) আল্লাহ ব্যতীত অন্য কোনো ইলাহ থাকত তবে উভয়ই ধ্বংস হয়ে যেত।”

(সূরা আল-আম্বিয়া, আয়াত ২২)

আল-কুরআনের এসব আয়াত দ্বারা স্পষ্টভাবে আল্লাহ তায়ালার সত্তা ও গুণে অতুলনীয়তার বিষয়টি বোঝা যায়। সুতরাং আল্লাহ তায়ালার সাথে কাউকে অংশীদার করা নিঃসন্দেহে শিরক ও জঘন্য অপরাধ।

(৪) শিরক কত প্রকার?

আল্লাহ তায়ালার সাথে শিরক চার ধরনের হতে পারে। যথা-

  1. আল্লাহ তায়ালার সত্তা ও অস্তিত্বে শিরক করা। যেমন- ঈসা (আঃ)-কে আল্লাহর পুত্র মনে করা।
  2. আল্লাহ তায়ালার গুণাবলিতে শিরক করা। যেমন- আল্লাহ তায়ালার পাশাপাশি অন্য কাউকে সৃষ্টিকর্তা বা রিজিকদাতা মনে করা।
  3. সৃষ্টি জগতের পরিচালনায় কাউকে আল্লাহর অংশীদার বানানো। যেমন- ফেরেশতাদের জগৎ পরিচালনাকারী হিসেবে মনে করা।
  4. ইবাদতের ক্ষেত্রে আল্লাহ তায়ালার সাথে কাউকে শরিক করা। যেমন- আল্লাহ ব্যতীত কাউকে সিজদাহ করা, কারও নামে পশু জবাই করা ইত্যাদি।

(৫) শিরকের কুফল ও প্রতিকার:

শিরক অত্যন্ত জঘন্য অপরাধ। পৃথিবীর সকল প্রকার জুলুমের মধ্যে সবচেয়ে বড় হলো শিরক।

আল্লাহ তায়ালা বলেন,

“নিশ্চয়ই শিরক চরম জুলুম।”

(সূরা লুকমান, আয়াত ১৩)

বস্তুত আল্লাহ তায়ালাই আমাদের স্রষ্টা ও প্রতিপালক। তাঁর প্রদত্ত নিয়ামতই আমরা ভোগ করি। এরপরও কেউ যদি আল্লাহ তায়ালার সাথে কাউকে অংশীদার স্থাপন করে তবে তা অপেক্ষা বড় জুলুম আর কী হতে পারে।

আল্লাহ তায়ালা মুশরিকদের প্রতি খুবই অসন্তুষ্ট। তিনি অপার ক্ষমাশীল ও অসীম দয়াময় হওয়া সত্ত্বেও শিরকের অপরাধ ক্ষমা করেন না।

আল্লাহ তায়ালা বলেন,

“নিশ্চয়ই আল্লাহ তাঁর সাথে শিরক করার অপরাধ ক্ষমা করেন না। এতদ্ব্যতীত যেকোনো পাপ যাকে ইচ্ছা ক্ষমা করেন।”

(সূরা আন-নিসা, আয়াত ৪৮)

বস্তুত আল্লাহ তায়ালার দয়া, ক্ষমা ও রহমত ব্যতীত দুনিয়া ও আখিরাতের কল্যাণ লাভ করা কোনো ক্রমেই সম্ভব নয়। পরকালে মুশরিকদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি।

আল-কুরআনে স্পষ্টভাবে বর্ণনা করা হয়েছে,

“যে ব্যক্তি আল্লাহর সাথে শিরক করবে আল্লাহ তার জন্য অবশ্যই জান্নাত হারাম করে দেবেন। এবং তার আবাস জাহান্নাম।”

(সূরা আল-মায়িদা, আয়াত ৭২)

প্রকৃতপক্ষে শিরক ক্ষমার অযোগ্য অপরাধ। এরূপ কাজ থেকে সকলেরই সদাসর্বদা সতর্ক থাকতে হবে। ভুলক্রমে আল্লাহ তায়ালার সাথে শিরক করে ফেললে সাথে সাথে পুনরায় ঈমান আনতে হবে। অতঃপর বিশুদ্ধ অন্তরে তওবা করে আল্লাহর নিকট ক্ষমা প্রার্থনা করতে হবে। সাথে সাথে ভবিষ্যতে এরূপ পাপ না করার শপথ গ্রহণ করতে হবে। তাহলে আশা করা যায় আল্লাহ তায়ালা স্বীয় দয়া ও করুণার মাধ্যমে পাপ ক্ষমা করে দিতে পারেন।

আমরা অবশ্যই শিরক থেকে বেঁচে থাকব এবং আল্লাহর উপর সুদৃঢ় ঈমান এনে আল্লাহর প্রিয়পাত্র হব। তাহলেই আমাদের ইহকাল ও পরকাল মঙ্গলময় হবে।

অনুরোধ!! পোষ্ট ভালো লাগলে প্লিজ উপরের শেয়ার আইকনে ক্লিক করে পোষ্টটি শেয়ার করে দিন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সূরা বাকারার ২২ নং আয়াতের অনুবাদ, ব্যাখ্যা ও শিক্ষা

সূরা বাকারার ২২ নং আয়াতের অনুবাদ, ব্যাখ্যা ও শিক্ষা

○ ইসলাম
আলোচ্য বিষয়: নিম্নে সহজ ও সংক্ষিপ্তভাবে সূরা বাকারার ২২ নং আয়াতের অনুবাদ, ব্যাখ্যা ও শিক্ষা তুলে ধরা হলো- ... Read More
মিতব্যয়িতা কী, কাকে বলে মিতব্যয়িতার গুরুত্ব

মিতব্যয়িতা কী, কাকে বলে? মিতব্যয়িতার গুরুত্ব

○ ইসলাম
আলোচ্য বিষয়: (১) মিতব্যয়িতা কী, কাকে বলে? (২) মিতব্যয়িতার গুরুত্ব ... Read More
informationbangla.com default featured image compressed

সালাত বা নামাজ কি/কাকে বলে? সালাতের শিক্ষা

○ ইসলাম
আলোচ্য বিষয়: (১) সালাত বা নামাজ কি/কাকে বলে? (২) সালাতের শিক্ষা ... Read More
informationbangla.com default featured image compressed

সূরা আল ফালাক: অর্থ সহ বাংলা উচ্চারণ, নামকরণ ও ফজিলত

○ ইসলাম
আলোচ্য বিষয়: পবিত্র কুরআনের ১১৩ নং সূরা হচ্ছে সূরা হচ্ছে সূরা আল-ফালাক। এটি একটি মাদানী সূরা। এ সূরাটি মদীনায় অবতীর্ণ হয়েছে। এর আয়াতের সংখ্যা ৫, রুকুর সংখ্যা ১। চলুন তাহলে সূরা আল ফালাকের অর্থ সহ বাংলা উচ্চারণ, নামকরণ ও ফজিলত সম্পর্কে বিস্তারিত জেনে নেই। ... Read More
কাযা নামাজের বিধান ও মাসায়েলঃ উমরী কাযা ও নামাজের ফজিলত এবং ফিদা কাযার বিস্তারিত

কাযা নামাজের বিধান ও মাসায়েলঃ উমরী কাযা এবং ফিদা কাযার বিস্তারিত

○ ইসলাম
(১) কাযা নামাজের বিধান ও মাসায়েল ◆ কারও কোন ফরয নামাজ ছুটে গেলে স্মরণ আসা মাত্রই কাযা পড়া ওয়াজিব-বিনা ওজরে কাযা করতে বিলম্ব করা পাপ। ◆ কাযা নামাজ পড়ার জন্য কোন নির্দিষ্ট সময় নেই; হারাম ও মাকরূহ ওয়াক্ত ছাড়া যে কোন সময় পড়া যায়। ◆ কারও যদি এক, দুই, তিন, চার বা পাঁচ ওয়াক্ত নামাজ কাযা হয় এবং এর পূর্বে তার কোন কাযা নেই, তাহল তাকে ‘ছাহেবে তারতীব’ বলে। তাকে দুই ধরনের তারতীব রক্ষা করতে হবে- ১। ওয়াক্তিয়া নামাজের পূর্বে এই কাযাগুলো পড়ে নিতে হবে, অন্যথায় ওয়াক্তিয়া নামাজ শুদ্ধ হবে না। ২। এই কাযা নামাজগুলোও ধারাবাহিকভাবে (আগেরটা আগে এবং পরেরটা পরে) পড়তে হবে। ছাহেবে তারতীবের জন্য এই ধরনের তারতীব রক্ষা করা ফরয। যদি কারও যিম্মায় ছয় বা আরও বেশী ওয়াক্তের ... Read More
informationbangla.com default featured image compressed

সূরা আল ক্বাদর: অর্থসহ বাংলা উচ্চারণ

○ ইসলাম
আলোচ্য বিষয়: ইসলামের আলোকে অন্যতম গুরুত্বপূর্ণ সূরা হলো **সূরা আল কাফিরুন**। এতে আল্লাহ তায়ালা মুসলিম উম্মাহকে স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন ঈমান ও কুফর কখনো একসাথে মিশতে পারে না। এই সূরাটি পাঠের মাধ্যমে মুমিনরা তাদের ঈমানকে দৃঢ় করার শিক্ষা লাভ করে এবং একমাত্র আল্লাহর ইবাদতে অটল থাকার শক্তি পায়। এখানে আমরা সূরা আল কাফিরুনের বাংলা উচ্চারণ, অর্থ, গুরুত্ব ও ফজিলত বিস্তারিতভাবে তুলে ধরবো। ... Read More
আদর্শ সমাজ গঠন ও অনাচার প্রতিরোধে ইসলাম

আদর্শ সমাজ গঠন ও অনাচার প্রতিরোধে ইসলাম

○ ইসলাম
আলোচ্য বিষয়: (১) সমাজে ন্যায়বিচার (আদল) প্রতিষ্ঠা (২) সন্ত্রাস প্রতিরোধে ইসলামের ভূমিকা (৩) সামাজিক অনাচার প্রতিরোধে ইসলামের নীতি (৪) সাম্প্রদায়িক সম্প্রীতি ও শান্তিময় সমাজ গঠনে ইসলামের ভূমিকা (৫) মিথ্যাচার (৬) প্রতারণা (৭) গিবত (৮) অসৎসঙ্গ (৯) সুদ ও ঘুষ (১০) জুয়া ও লটারি (১১) মাদকাসক্তি ও ধূমপান (১২) অধিকারহরণ, চুরি, ডাকাতি, অপহরণ, ছিনতাই (১৩) হত্যা, আত্মহত্যা (১৪) যৌতুক ও নারী নির্যাতন, ইভটিজিং (১৫) খাদ্যদ্রব্যে ভেজাল (১৬) দুর্নীতি ... Read More
সিজদায়ে সাহুঃ মাসায়েল, নিয়ম, ওয়াজিব হওয়ার কারণ ও রাকআতের সন্দেহের সমাধান

সিজদায়ে সাহুঃ মাসায়েল, নিয়ম, ওয়াজিব হওয়ার কারণ ও রাকআতের সন্দেহের সমাধান

○ ইসলাম
আলোচ্য বিষয়: (১) সিজদায়ে সাহুর মাসায়েল (২) সিজদায়ে সাহু করার নিয়ম (৩) সিজদায়ে সাহু ওয়াজিব ওয়াজিব হবার কারণ কয়টি কি কি? (৪) নামাযের মধ্যে রাকআত নিয়ে সন্দেহ হলোে তার মাসায়েল ... Read More
হাদিস কাকে বলে, হাদিস কত প্রকার ও কি কি, হাদিস শাস্ত্রে ব্যবহৃত ৩২টি পরিভাষার সংজ্ঞা

হাদিস কাকে বলে? হাদিস কত প্রকার ও কি কি? হাদিস শাস্ত্রে ব্যবহৃত ৩২টি পরিভাষার সংজ্ঞা

○ ইসলাম
আলোচ্য বিষয়: (১) হাদিস কাকে বলে? এর আলোচ্য বিষয়, লক্ষ্য ও উদ্দেশ্য (২) হাদিস কত প্রকার ও কি কি? (৩) হাদিস শাস্ত্রে ব্যবহৃত ৩২টি পরিভাষার সংজ্ঞা ... Read More
সূরা বাকারার ১৯ ও ২০ নং আয়াতের অনুবাদ, ব্যাখ্যা ও শিক্ষা

সূরা বাকারার ১৯ ও ২০ নং আয়াতের অনুবাদ, ব্যাখ্যা ও শিক্ষা

○ ইসলাম
আলোচ্য বিষয়: নিম্নে সহজ ও সংক্ষিপ্তভাবে সূরা বাকারার ১৯ ও ২০ নং আয়াতের অনুবাদ, ব্যাখ্যা ও শিক্ষা তুলে ধরা হলো- ... Read More