বাচ্চা প্রসব পরবর্তী গাভীর যত্ন ও পরিচর্যা

informationbangla.com default featured image compressed

সুস্থ-সবল বাচ্চা পেতে এবং গাভীকে রোগমুক্ত ও অধিক উৎপাদনশীল রাখতে হলে গর্ভাবস্থায়, প্রসবের সময় এবং প্রসবের পর বিশেষ যত্ন ও পরিচর্যার ব্যবস্থা করতে হবে। এই পর্বে প্রসব পরবর্তী গাভীর যত্ন নিয়ে আলোচনা করা হলো। ধারাবাহিক ভাবে অন্যন্য বিষয়গুলোও পরবর্তীতে আলোচনা করা হবে।

বাচ্চা প্রসব পরবর্তী গাভীর যত্ন ও পরিচর্যা করতে হয়, যেমন-

১। বাচ্চ প্রসবের পরপরই নিমপাতা বা পটাশিয়াম পারম্যাঙ্গানেট এর কিছু দানা সহযোগে পানি গরম করে গাভীর জননতন্ত্রের বাইরের অংশ, ফ্লাংক (Flank) এবং লেজ পরিষ্কার করতে হবে।

২। গাভীর যাতে ঠান্ডা না লাগে সেদিকে লক্ষ্য রাখতে হবে।

৩। বাচ্চা প্রসবের পরপরই গাভীকে হালকা গরম পানি বা এধরনের পানি দিয়ে গুড়ের সরবত তৈরি করে খাওয়ানো ভালো।

৪। গাভী যাতে নবজাতক বাছুরকে চাটতে পারে এজন্য বাছুরকে গাভীর কাছে যেতে দিতে হবে।

৫। প্রসবের পরপরই গাভীকে আংশিকভাবে দোহন করতে হবে।

৬। সাধারণ প্রসবের ২-৪ ঘন্টার মধ্যেই গর্ভফুল বের হয়ে যায়। যদি ৮-১২ ঘন্টার মধ্যেও যদি গর্ভফুল বের না হয় তবে গাভীকে আরগট মিশ্রণ খাওয়ানো যেতে পারে। ১২ ঘন্টার পরেও গর্ভফুল বের না হলে পশুচিকিৎসকের সাহায্য নেওয়া উচিত।

৭। গর্ভফুল বের হওয়ার সাথে সাথে তা মাটিতে পুঁতে ফেলতে হবে। গাভী যেনো গর্ভফুল না খেয়ে ফেলে সেদিকে লক্ষ্য রাখা উচিত।

৮। দুধজ্বর ও ম্যাস্টাইটিস রোগের সম্ভাবনা কমাবার জন্য বাচ্চা প্রসবের পর ১-২ দিন পর্যন্ত গাভীকে সম্পূর্ণভাবে দোহন না করাই ভালো।

৯। বাছুরকে কাচলা দুধ বা কলস্ট্রাম খাওয়ানোর জন্য ওলানের বাঁট চুষতে দিতে হবে।

১০। গাভীকে প্রথমত হালকা গরম পানিতে গমের ভূষি ভিজিয়ে খেতে দিতে হবে। একইসাথে অল্পপরিমাণ কাঁচা ঘাস ও খাওয়ানো যেতে পারে।

১১। বাচ্চা প্রসবের ২ দিন পর থেকে গাভীকে দানাদার খাদ্য খাওয়ানো শুরু করতে হবে।

১২। দানাদার খাদ্যের পরিমাণ এমনভাবে বাড়াতে হবে যাতে বাচ্চা প্রসবের ১৫ দিন পর থেকে লক্ষ্যমাত্রা অনুযায়ী দানাদার খাদ্য সরবরাহ করা যায়।

অর্থ্যাৎ, গর্ভবস্থায় গাভীকে আরামদায়ক বাসস্থান ও উপযুক্ত খাদ্য সরবরাহ করতে হবে। প্রসবের সময় গাভীরে প্রতি বিশেষ দৃষ্টি রাখতে হবে এবং প্রয়োজনে পশুচিকিৎসকের সাহায্য নিতে হবে। গর্ভফুল বের হওয়ার দিকে লক্ষ্য রাখতে হবে। নিয়মমাফিক খাদ্য সরবরাহ করতে হবে।

অনুরোধ!! পোষ্ট ভালো লাগলে প্লিজ উপরের শেয়ার আইকনে ক্লিক করে পোষ্টটি শেয়ার করে দিন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

গরুর খাদ্যঃ গবাদি পশুর খাদ্য কত প্রকার, গবাদি পশুর খাদ্য তালিকা

গরুর খাদ্যঃ গবাদি পশুর খাদ্য কত প্রকার? গবাদি পশুর খাদ্য তালিকা

আলোচ্য বিষয়: (১) কেন গরুর খাদ্য তালিকার প্রতি যত্ন নিতে হবে? (২) গবাদি পশুর খাদ্য কত প্রকার? গবাদি পশুর খাদ্য উপাদান (৩) দুগ্ধবতী গবাদি পশুর খাদ্য তালিকা (৪) গবাদি পশুর দানাদার খাদ্য মিশ্রন তৈরি (৫) ইউরিয়া এর মাধ্যমে খড় প্রক্রিয়াজাতকরণ (৬) ইউরিয়া মোলাসেস স্ট্র (ইউএমএস) প্রস্তুত ও গবাদি পশুকে খাওয়ানো Read
ইসলামে দৃষ্টিতে গরু মোটাতাজাকরণ ট্যাবলেট, ইনজেকশন ও গরু মোটাতাজা করার ঔষধ খাওয়ানো

ইসলামে দৃষ্টিতে গরু মোটাতাজাকরণ ট্যাবলেট, ইনজেকশন ও গরু মোটাতাজা করার ঔষধ খাওয়ানো

আলোচ্য বিষয়: (১) গরু মোটাতাজাকরণ ট্যাবলেট, ইনজেকশন বা ঔষধে খাওয়ানো গরুর উপসর্গ ও লক্ষণ (২) মানব শরীরে গরু মোটাতাজাকরণ ট্যাবলেট, ইনজেকশন বা ঔষধের প্রভাব (৩) গরু মোটাতাজাকরণ ট্যাবলেট, ইনজেকশন বা ঔষধ প্রয়োগের ব্যাপারে ইসলাম কি বলে? Read
বড় গরুর খামার পরিকল্পনাঃ পণ্য বিক্রি কিভাবে, কোথায়, মূল্য নির্ধারণ, বাজারজাত ও অন্যান্য

বড় গরুর খামার পরিকল্পনাঃ পণ্য বিক্রি কিভাবে, কোথায়, মূল্য নির্ধারণ, বাজারজাত ও অন্যান্য বিবেচ্য বিষয় সমূহ

আলোচ্য বিষয়: (১) বাণিজ্যিক বড় গরুর খামার এর ঝুকি সমূহ (২) পণ্য বিপণন বা বাজারজাতকরণ (৩) বাণিজ্যিক বড় গরুর খামার এর প্রধান প্রধান বাজারজাতকরণ চ্যানেলসমূহ (৪) খামারের পণ্যের মূল্য যে সকল বিষয়ের উপর নির্ভর করে Read
গরু-ছাগলের পেটের গোলকৃমিরঃ ঔষধের নাম, কারণ, লক্ষণ ও চিকিৎসা

গরু-ছাগলের পেটের গোলকৃমিরঃ ঔষধের নাম, কারণ, লক্ষণ ও চিকিৎসা

আলোচ্য বিষয়: (১) গোলকৃমি কাকে বলে? (২) গরু-ছাগলের পেটের গোলকৃমি কেন হয়? (৩) গরু-ছাগলের পেটের গোলকৃমি হবার লক্ষণ (৪) গরু-ছাগলের পেটের গোলকৃমির চিকিৎসা (৫) গরু-ছাগলের পেটের গোলকৃমি প্রতিরোধে প্রয়োজনীয় ব্যবস্থা Read
informationbangla.com default featured image compressed

ছাগলের প্রজননের কাল ও ছাগলের প্রজনন সময় কোনটি?

আলোচ্য বিষয়: একটা ছাগল ফার্মের লাভ লস ছাগলের প্রজনন এর উপরেও কিন্তু অনেকটাই নির্ভর করে তাই ছাগলের প্রজননের সঠিক নিয়ম গুলি জেনে প্রজনন করানো উচিত। Read
informationbangla.com default featured image compressed

আবদ্ধ পদ্ধতীতে ছাগল পালন পদ্ধতির বৈশিষ্ট্য, সুবিধা ও অসুবিধা সমূহ

আলোচ্য বিষয়: (১) আবদ্ধ পদ্ধতীতে ছাগল পালন পদ্ধতির বৈশিষ্ট্য (২) আবদ্ধ পদ্ধতীতে ছাগল পালন পদ্ধতির সুবিধা (৩) আবদ্ধ পদ্ধতীতে ছাগল পালন পদ্ধতির অসুবিধা Read
গরু ছাগলের সম্পূরক খাদ্য তৈরির ফর্মুলা ও প্রয়োগ পদ্ধতি

গরু-ছাগলের সম্পূরক খাদ্য তৈরির ফর্মুলা ও প্রয়োগ পদ্ধতি

আলোচ্য বিষয়: নিম্নে গরু-ছাগলের সম্পূরক খাদ্য তৈরি ফর্মুলা ও প্রয়োগ পদ্ধতি সুন্দর ও সহজ ভাবে বর্ণনা করা হলো- (১) ইউরিয়া মোলাসেস খড় তৈরি (২) ইউরিয়া মোলাসেস ব্লক তৈরি (৩) গরু-ছাগলকে অ্যালজি বা শেওলা খাওয়ানোর পদ্ধতি (৪) বাজারে তৈরি সম্পূরক খাদ্য (৫) বাছুরের সম্পূরক খাদ্য ফর্মুলা তালিকা Read
স্টল ফিডিং পদ্ধতিতে ছাগল পালন পদ্ধতি

স্টল ফিডিং পদ্ধতিতে ছাগল পালন পদ্ধতি

আলোচ্য বিষয়: নিম্নে ১২+ প্রশ্নোত্তর আকার স্টল ফিডিং পদ্ধতিতে ছাগল পালন পদ্ধতি বর্ণনা করা হলো- Read
ছাগল পালন chagol palon bangladesh

ছাগল পালন chagol palon bangladesh

আলোচ্য বিষয়: (১) ছাগল পালনের উপকারিতা বা সুযোগ-সুবিধা (২) দেশি ব্ল্যাক বেঙ্গল ছাগল পালন করার সুবিধা (৩) ছাগল কেনার নিয়ম বা বিবেচ্য বিষয়সমূহ (৪) ছাগলের বয়স নির্ধারণ (৫) ছাগলের স্বাস্থ্য সংক্রান্ত (৬) ছাগল ক্রয় (৭) নির্বাচিত ছাগল পরিবহন (৮) খামারের বায়োসিকিউরিটি Read
informationbangla.com default featured image compressed

৮টি জরুরি বিষয় যা গরুর খামার করে সফলতা পেতে মানতেই হবে

আলোচ্য বিষয়: গরুর খামার করে সফলতা পেতে হলে যে সকল বিষয় সবসময় মাথায় রেখে চলতে হবে, এমন ৮টি বিষয় হলো- Read