সাইবার ক্রাইম কি? সাইবার ক্রাইম সম্পর্কে বিস্তারিত জানুন!

সাইবার ক্রাইম কি, সাইবার ক্রাইম সম্পর্কে বিস্তারিত জানুন

আজ আমরা সাইবার ক্রাইম কি? সাইবার ক্রাইম সম্পর্কে বিস্তারিত জানার চেষ্টা করব।

বর্তমানে কম-বেশি সবাই কোন না কোন ভাবে ইন্টারনেটের সাথে যুক্ত। আর ইন্টারনেটের সাথে যুক্ত সবাই মোটামোটি সাইবার ক্রাইম শব্দটির সাথে পরিচিত। বর্তমান সময়ে বাংলাদেশে অনেক সাইবার ক্রাইম সংগঠিত হচ্ছে। শুধু বাংলাদেশেই না, বিশ্বের প্রতিটি দেশে-ই সাইবার ক্রাইমের খবর পাওয়া যাচ্ছে। বর্তমান সময়ের ক্রাইম গুলোর মধ্যে সাইবার ক্রাইম একটা ভীতিজনক শব্দে পরিণত হয়েছে।

প্রতিদিন লক্ষ লক্ষ লোক সাইবার ক্রাইমের শিকার হচ্ছেন। মূলত এই ক্রাইমের টার্গেট হচ্ছেন যেসকল ইন্টারনেট ব্যহারকারী ইন্টারনেট ব্যবহারে দক্ষ নয়।

সাইবার ক্রাইম

বিশ্বব্যাপী প্রতি বছর সাইবার ক্রাইমের জন্য শত শত কোটি ডলার ক্ষতি হচ্ছ। ২006 সালে কম্পিউটার ইকোনোমিক্স জরিপ অনুযায়ী ভাইরাসের কারণে ১৩.৩ বিলিয়ন ডলার ক্ষতিগ্রস্ত হয়েছিল সারাবিশ্ব।

সাইবার ক্রাইম কোন নতুন অপরাধ নয়। ইন্টারনেটের মাধ্যমে তথ্য চুরি, তথ্য বিকৃতি, মানি লন্ডারিং, জালিয়াতি, ব্ল্যাকমেইল ইত্যাদির মতো অপরাধ গুলো করা হলে তা সাইবার ক্রাইম হিসেবে বিবেচনা করা হয়।

(১) সাইবার ক্রাইম কি?

ইন্টারনেটের মাধ্যমে সংঘটিত সকল ধরনের অপরাধই সাইবার ক্রাইমের অন্তর্ভুক্ত। মূলত, সাইবার ক্রাইম হচ্ছে এমন একটি অপরাধ, যাতে প্রধানত কম্পিউটার বা অন্য কোন ইলেক্ট্রনিক যন্ত্র ব্যবহৃত হয় এবং অপরাধীরা ইন্টারনেট ব্যবহার করে বিশ্বব্যাপী অপরাধগুলো করে।

সাইবার ক্রাইমকে চার ভাগে ভাগ করা হয়েছে। যথা-

  • ইনসাইডারস
  • হ্যাকার
  • ভাইরাস রাইটারস এবং
  • ক্রিমিনাল গ্রুপ।

(২) বিভিন্ন প্রকার সাইবার ক্রাইম

ক) হ্যাকিং

সাইবার ক্রাইমের প্রথমেই আসে হ্যাকিং। হ্যাকিং এবং হ্যাকার শব্দ দুটির সাথে আমরা সবাই মোটামোটি পরিচিত। সাধারণত হ্যাকিং মানে হচ্ছে কারো অনুমতি ব্যতিত তার ইলেকট্রনিক ডিভাইসের কন্ট্রোল নেওয়া বা তার ক্ষতি করা। আর যারা হ্যাকিং-এর এসব কাজগুলো করে থাকেন তাদেরকে হ্যাকার বলা হয়।

একজন হ্যাকার আপনার কম্পিউটার, মোবাইল বা অন্য যেকোন ইলেকট্রনিক ডিভাইস ভাইরাস বিস্তার করে আপনার গুরুত্বপূর্ণ যেকোন তথ্য আুরি বা নষ্ট করে দিতে পারে। তাছাড়া হ্যাকাররা আপনার সোসাল একাউন্ট হ্যাক করে আপনার যেকোন ক্ষতি করতে পারে। আবার অনেক হ্যাকার বিভিন্ন গুরুত্বপূর্ণ ওয়েবসাইট বা ই-কমার্স ওয়েবসাইটের তথ্য বা ক্রেডিট কার্ডের নম্বর হ্যাক করে আপনাকে ব্যাপক ক্ষতির মুখে ফেলতে পারে। কয়েক প্রকারের হ্যাকিং আছে। তার মধ্যে ব্লাক হ্যাট হ্যাকিং সবচেয়ে ক্ষতিকর। ব্লাক হ্যাট হ্যাকাররা তাদের টার্গেটদের বিরাট ক্ষতির মুখে ফেলে।

খ) পর্নোগ্রাফি

পর্নোগ্রাফির মাধ্যমে অনেকেই হ্যাকারদের কবলে পড়ে। বেশির ভাগ পর্ণ সাইটগুলোতেই ক্ষতিকর কম্পিউটার ভাইরাস থাকে। যেকোন সময় হ্যাকাররা পর্ণসাইটে ভিজিটকারী ব্যক্তির ডিভাইস হ্যাক করে নিতে পারে।

তাছাড়া অনেক সাইট পপ-আপ এড সো করে আবার অনেক সাইট কখনো কখনো ইমেইল এড্রেস চেয়ে থাকে। এই সকল কাজের মাধ্যমে বা যারা এসকল সাইট থেকে ভিডিও ডাউনলোড দেয়, তারা না জেনে অনেক সময় ভিডিওর সাথে হ্যাকারদের তৈরি করা অনেক ভাইরাস ফাইল ডাউনলোড করে নিতে পারে। এসকল ফাইলের মাধ্যমে হ্যাকাররা ডিভাইসের কন্ট্রোল নিজেদের কাছে নিয়ে নিতে পারে। ফলে তারা ব্যাপক ক্ষতির মুখে পড়তে পারে।

গ) ড্রাগ ব্যবসা 

ইন্টারনেটের মাধ্যমে এখন কি না হয়? মাদক থেকে শুরু করে নারী-শিশু পাচার সবই এখন ইন্টারনেটের মাধ্যমে হয়। ড্রাগ ব্যবসায়ীরা তাদের ওয়েবসাইটের মাধ্যমে মাদকদ্রব্যের ক্রয়, বিক্রয় ইত্যাদি কাজগুলো বিশ্বব্যাপী করে যাচ্ছে। যা মারাত্মক সাইবার ক্রাইম। তারা গোপনে এসকল কাজ করে যাচ্ছে।

ঘ) নারীর নির্যাতন

সাইবার ক্রাইমের আরেকটা বড় ইস্যু হচ্ছে নারী নির্যাতন। শত শত নারী প্রতিনিয়ত সাইবার ক্রাইমের শিকার হচ্ছেন। এখানে অভিনেত্রী থেকে শুরু করে একটা সাধারণ মেয়েও বাদ যাচ্ছে না। ইন্টারনেট ব্যবহারের দক্ষতার অভাব বা সাইবার ক্রাইম সম্পর্কে ভাল ধারণা না থাকায় অনেকেই সাইবার ক্রাইমের শিকার হয়। মেয়েদের সোসাল মিডিয়া একাউন্ট হ্যাক করে ব্যক্তিগত তথ্য প্রকাশ করা, যৌণ দৃশ্য প্রকাশ করা বা প্রকাশ করার হুমকি দেওয়া কিংবা মেয়েদের ছবি ব্যবহার করে ফেইক একাউন্ট খোলার মতো সাইবার ক্রাইম প্রায়ই সংঘটিত হচ্ছে।

তাছাড়া প্রযুক্তির উন্নয়নের ফলে অনেকেই এর অপব্যবহার করে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মাধ্যমে মেয়েদের ফেইস ব্যবহার করে কৃত্রিম যৌন দৃশ্য তৈরি করে ইন্টারনেটে প্রকাশ করছে। ফলে লক্ষ লক্ষ মেয়ে ক্ষতির সম্মুখীন হচ্ছে আবার অনেকেই আত্মহত্যার পথ বেঁচে নিচ্ছে।

আবার পর্নোগ্রাফি সাইটগুলোতে অনেক মেয়ের ছবি পাওয়া যাচ্ছে, যেগুলো তাদের সোসাল মিডিয়া একাউন্ট থেকে নিয়ে এসকল পর্নোগ্রাফি সাইটে প্রকাশ করা হচ্ছে। ফলে তাতেও অনেকেই নানা-মুখী সমস্যার শিকার হচ্ছে। আর এসকল অপরাধের মাত্রা দিন দিন বেড়েই চলছে।

ঙ) স্প্যামিং এবং জাঙ্ক মেইল

সাধারণ মানুষদের ঠকানোর একটি কার্যকরী উপায় হলো এটি। বিভিন্ন সময় অনেক মানুষকে বিভিন্ন ফেইক অফিস নম্বর থেকে ফোন করে বলা হয় আমি বিকাশ থেকে বা এমুক কোম্পানি থেকে বলছি, আপনি লক্ষ টাকা লটারি জিতেছেন। এর মাধ্যমে তারা মানুষকে বোকা বানিয়ে তাদের বিভিন্ন একাউন্ট নম্বর হাতিয়ে নেয়। ফলে লটারির লোভে পড়ে অনেকে বিশাল আর্থিক ক্ষতির সম্মখীন হয়।

তাছাড়া এমন আরো অনেক সমস্যার কথা বলে বা বিভিন্ন লোভ দেখিয়ে ব্যবহারকারীর ব্যক্তিগত তথ্য, ঠিকানা, পাসওয়ার্ড, একাউন্ট নম্বর নিয়ে নেয়। এই কাজ গুলো হ্যাকাররা সাধারণত ফোন কলের মাধ্যমে করে থাকে আবার অনেক সময় মেসেজ বা ইমেইলের মাধ্যমেও করে থাকে।

(৩) সাইবার ক্রাইম নিয়ন্ত্রণে আইন

উন্নত দেশগুলোর মতো বাংলাদেশেও সাইবার ক্রাইম সংঘটিত হয়ে আসছে। উন্নত বিশ্বের সাইবার ক্রাইম বেশি হওয়ায় সাইবার ক্রাইমকে অপরাধের তালিকায় শীর্ষে রাখা হয়েছে। ফলে সাইবার ক্রাইম নিয়ন্ত্রণে নতুন নতুন আইন প্রণয়ন করা হয়েছে। বাংলাদেশেও সাইবার ক্রাইম নিয়ন্ত্রণের জন্য একাধিক আইন প্রণয়ন করা হয়েছে। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইন ২০০৬ তে এ সংক্রান্ত বিষয়ে বিস্তারিত নির্দেশনা দেওয়া আছে।

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনের ৫৬ ধারায় বলা আছে-

“যদি কোনো ব্যক্তি জনসাধারণের বা কোনো ব্যক্তির ক্ষতি করার উদ্দেশ্যে বা ক্ষতি হবে মর্মে জানা সত্ত্বেও এমন কোনো কাজ করেন, যার ফলে কোনো কম্পিউটার রিসোর্সের কোনো তথ্যবিনাশ, বাতিল বা পরিবর্তিত হয় বা তার মূল্য বা উপযোগিতা হ্রাস পায় বা অন্য কোনোভাবে একে ক্ষতিগ্রস্ত করে। এমন কোনো কম্পিউটার সার্ভার, কম্পিউটার নেটওয়ার্ক বা অন্য কোনো ইলেকট্রনিক সিস্টেমে অবৈধভাবে প্রবেশ করার মাধ্যমে এর ক্ষতিসাধন করেন, কিন্তু তিনি মালিক বা দখলদার নন, তাহলে তাঁর এই কাজ হবে একটি হ্যাকিং অপরাধ। কোনো ব্যক্তি হ্যাকিং অপরাধ করলে তিনি অনূর্ধ্ব ১০ বছর কারাদণ্ডে দণ্ডিত হবেন। এক কোটি টাকা অর্থদণ্ডে দণ্ডিত হতে পারেন বা উভয়দণ্ড দেওয়া যেতে পারে।”

তথ্যপ্রযুক্তি আইনের ৫৭ ধারায় বলা আছে-

“যদি কোনো ব্যক্তি ইচ্ছাকৃতভাবে ওয়েবসাইটে বা অন্য কোনো ইলেকট্রনিক বিন্যাসে এমন কিছু প্রকাশ বা সম্প্রচার করেন যা মিথ্যা ও অশ্লীল বা সংশ্লিষ্ট অবস্থা বিবেচনায় কেউ পড়লে বা শুনলে নীতিভ্রষ্ট বা অসৎ হতে উদ্বুদ্ধ হতে পারে বা যার দ্বারা মানহানি ঘটে, আইনশৃঙ্খলার অবনতি ঘটে বা ঘটার সম্ভাবনা সৃষ্টি হয়, রাষ্ট্র বা ব্যক্তির ভাবমূর্তি ক্ষুণ্ন হয় বা ধর্মীয় অনুভূতিতে আঘাত করে বা করতে পারে বা এ ধরনের তথ্যাদির মাধ্যমে কোনো ব্যক্তি বা সংগঠনের বিরুদ্ধে উস্কানি প্রদান করা হয়, তাহলে তার এই কাজ অপরাধ বলে গণ্য হবে।”


সর্বোপরি বলা যায়, সাইবার ক্রাইম একটি মারাত্মক অপরাধ। যা দেশ ও সমাজের জন্য ক্ষতিকর। আমরা সবাই সাইবার ক্রাইম থেকে বিরত থাকবো এবং অন্যকেও সাইবার অপরাধ সম্পর্কে সচেতন করবো। সাইবার ক্রাইমের কবলে পড়লে যেমন ক্ষতির সম্মুখীন হতে হবে তেমনি সাইবার অপরাধ করেও কেউ রেহাই পাবে না। তাই সাইবার ক্রাইম সম্পর্কে আমাদের সবারই সচেতন থাকতে হবে। আর অবশ্যই এমন জগ্ন অপরাধ থেকে আমরা সবাই বিরত থাকবো৷

আজ এই পর্যন্তই। আশা করি সাইবার ক্রাইম কি? সাইবার ক্রাইম সম্পর্কে বিস্তারিত জানুন! নিয়ে লেখা এই আর্টিকেলটি আপনার ভাল লীছে। বন্ধু-বান্ধবদের মধ্যে যারা সাইবার ক্রাইম সম্পর্কে এখনো সচেতন নয় অবশ্যই তাদের কাছে শেয়ার করবেন। ভাল থাকবে, সুস্থ থাকবেন। ধন্যবাদ।

অনুরোধ!! পোষ্ট ভালো লাগলে প্লিজ উপরের শেয়ার আইকনে ক্লিক করে পোষ্টটি শেয়ার করে দিন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

informationbangla.com default featured image compressed

ইমো (imo) কি? ইমো সফটওয়্যার ডাউনলোড করব কীভাবে?

আলোচ্য বিষয়: (১) ইমো (imo) কী? (২) ইমো (imo) ব্যবহারের সুবিধা (৩) ইমো (imo) সফটওয়্যার ডাউনলোড (৪) ইমো (imo) সফটওয়্যার ডাউনলোড করব কীভাবে? Read
informationbangla.com default featured image compressed

OMR এর পূর্ণরূপ কি? ওএমআর বলতে কি বুঝ?

আলোচ্য বিষয়: (১) ওএমআর বলতে কি বুঝ? (OMR Full meaning) (২) ওএমআর (OMR) কীভাবে কাজ করে? (৩) OMR এর আরও পূর্ণরুপ জেনে নিন Read
informationbangla.com default featured image compressed

স্যাটেলাইট কি? স্যাটেলাইট সম্পর্কে বিস্তারিত জানুন

স্যাটেলাইট সম্পর্কে আমাদের অনেকের মনেই নানা প্রশ্ন। আসলে স্যাটেলাইট কি? এত টাকা খরচ করে একটি স্যাটেলাইট উৎক্ষেপণের উদ্দেশ্যই বা কি? কিংবা স্যাটেলাইটের মাধ্যমে কী কী সেবা ভোগ করা যায়? স্যাটেলাইট সম্পর্কিত এমন অসংখ্য প্রশ্ন আমাদের মনে থেকেই যায়। এই ব্লগে এ সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়েছে। আশা করা যায় এই আর্টিকেলটি পড়ে আপনি অনেক কৌতুহলের সমাধান পাবেন। তো চলুন শুরু করা যাক। (১) স্যাটেলাইট কি? স্যাটেলাইট হলো মহাকাশে উৎক্ষেপণ করা একটি মানবসৃষ্ট মহাকাশযান যা কোনো গ্রহ বা বস্তুকে কেন্দ্র করে প্রদক্ষিণ করে। সৌর জগতের প্রধান গ্রহ আটটি। তার মধ্যে বুধ আর শুক্র এর কোন উপগ্রহ নেই। পৃথিবীর ১টি, মঙ্গলের ২ টি, বৃহস্পতির ৭৯ টি, শনির ৮২ টি, ইউরেনাস এর ২৭টি, আর নেপচুনের ১৪ টি উপগ্রহ আছে। অর্থাৎ উপগ্রহ আমরা সবাই Read
এসএমএস ফরওয়ার্ড বা ডাইভার্ট কীভাবে করবেন

এসএমএস ফরওয়ার্ড বা ডাইভার্ট কীভাবে করবেন?

আলোচ্য বিষয়: (১) এসএমএস (SMS) ফরওয়ার্ড বা ডাইভার্ট কি? (২) কীভাবে এসএমএস ফরওয়ার্ড বা ডাইভার্ট করা যায়? (৩) SMS ডাইভার্ট করার উপায়? Read
informationbangla.com default featured image compressed

IAD কি বা কাকে বলে? কম্পিউটার আসক্তির কুফল

আলোচ্য বিষয়: (১) IAD কি বা কাকে বলে? (২) কম্পিউটার আসক্তির কুফল (৩) কম্পিউটার আসক্তির কুফল থেকে রক্ষা পাওয়ার উপায় Read
ফেইসবুকে অটো ফলোয়ার কিভাবে নিব, ফেইসবুকে অটো ফলোয়ার নেওয়ার উপায়

ফেইসবুকে অটো ফলোয়ার কিভাবে নিব? ফেইসবুকে অটো ফলোয়ার নেওয়ার উপায়

আলোচ্য বিষয়: (১) ফেইসবুকে অটো ফলোয়ার কী? (২) কেন মানুষ অটো ফলোয়ার নিতে চায়? (৩) ফেইসবুকে অটো ফলোয়ার নেওয়ার উপায় (৪) ফেইসবুকে অটো ফলোয়ার নেওয়ার ঝুঁকি (৫) অটো ফলোয়ারের বিকল্প: অর্গানিক ফলোয়ার বাড়ানোর উপায় (৬) আমার পরামর্শ: অটো ফলোয়ার নেবেন না (৭) অটো ফলোয়ার নিলে কী হতে পারে? একটি উদাহরণ (৮) ফেইসবুকে অটো ফলোয়ার নিয়ে ভুল ধারণা (৯) শেষ কথা Read
পাশে সাবধান, AI এর উত্থান ও আমাদের ভবিষ্যৎ

পাশে সাবধান: AI এর উত্থান ও আমাদের ভবিষ্যৎ

আলোচ্য বিষয়: (১) পাশে সাবধান: মানে কি? (২) AI: একটি নতুন যুগের সূচনা (৩) AI এর ইতিহাস: যেভাবে শুরু হলো (৪) AI এর প্রযুক্তিগত ভিত্তি: এটি কীভাবে কাজ করে? (৫) AI এর বর্তমান প্রভাব: আমাদের চারপাশে (৬) AI এর ঝুঁকি: যেখানে সাবধানতা জরুরি (৭) ভবিষ্যৎ সম্ভাবনা: AI কোথায় নিয়ে যাবে? (৮) বাংলাদেশের প্রেক্ষাপটে AI (৯) কীভাবে সাবধান থাকব? Read
informationbangla.com default featured image compressed

স্ক্যানার কি? Scanner কত প্রকার ও কি কি? স্ক্যানারের কাজ কী?

আলোচ্য বিষয়: (১) স্ক্যানার কি? (২) স্ক্যানার কাকে বলে? (৩) স্ক্যানার কত প্রকার ও কি কি? (৪) স্ক্যানার কীভাবে কাজ করে? (৫) স্ক্যানার এর ব্যবহার বা কাজ কি? (৬) স্ক্যানার ব্যবহার করা হয় কেন? (৭) স্ক্যানারের সুবিধা (৮) স্ক্যানার এর অসুবিধা (৯) স্ক্যানারের দাম কেমন? (১০) FAQ Read
ওয়াইফাই (Wi-Fi) কী, কিভাবে কাজ করে, এর বৈশিষ্ট্য এবং সুবিধা-অসুবিধা

ওয়াইফাই (Wi-Fi) কী? কিভাবে কাজ করে? এর বৈশিষ্ট্য এবং সুবিধা-অসুবিধা

আলোচ্য বিষয়: (১) ওয়াইফাই(Wi-Fi) কী? (২) ওয়াইফাই(Wi-Fi) কয় ধরণের? (৩) ওয়াইফাই (Wi-Fi) কিভাবে কাজ করে? (৪) ওয়াইফাই (Wi-Fi) এর বৈশিষ্ট্য (৫) ওয়াইফাই (Wi-Fi) এর ব্যবহার (৬) ওয়াইফাই (Wi-Fi) এর সুবিধা (৭) Wi-Fi এর অসুবিধা সমূহ Read
Shareit Download - শেয়ারইট ডাউনলোড করব কীভাবে

শেয়ারইট ডাউনলোড করব কীভাবে? Shareit Download

আলোচ্য বিষয়: (১) শেয়ারইট (Shareit) কি? (২) শেয়ারইট (Shareit) এপস ডাউনলোড করব কীভাবে? Read