ইমাম তিরমিযি (র) সংক্ষিপ্ত জীবনী

ইমাম তিরমিযি (র) সংক্ষিপ্ত জীবনী

নিম্নে ইমাম তিরমিযি (র) সংক্ষিপ্ত জীবনী তুলে ধরা হলো-

জন্ম ও শৈশব

সিহাহ সিত্তাহ, অন্যতম গ্রন্থ জামে তিরমিযি প্রণেতা ইমাম তিরমিযি (র)-এর পুরো নাম আল-ইমাম আল-হাফেয আবু ঈসা মুহাম্মাদ ইবন ঈসা আত-তিরমিযি।

খলিফা আব্দুল্লাহ আল-মামুনের শাসনামলে মধ্য এশিয়ার মধ্য এশিয়ার ট্রান্স অক্সিয়ানার পার্শ্বে জীহুন নদীর বেলাভূমিতে অবস্থিত ‘তিরমিয’ নামক স্থানে হিজরি ২০৯ সনে এক অভিজাত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। ইমাম তিরমিযির বাল্যকাল তিরমিয শহরেই অতিক্রান্ত হয়। ছোটবেলা থেকেই তিনি প্রখর স্মৃতি শক্তির অধিকারী ছিলেন। ফলে কোন হাদিসে একবার চোখ বুলালে তা পুনরায় দেখার প্রয়োজন হতো না। তাঁর মেধার বিকাশ দেখে অনেকেই অবাক হয়ে যেতো।

শিক্ষা জীবন

ইমাম তিরমিযি প্রাথমিক শিক্ষা শেষ করেই হাদিস অধ্যয়ন ও সংগ্রহে আত্মনিয়োগ করেন। উচ্চ শিক্ষা গ্রহণ করার জন্য তিনি মুসলিম জাহানের বিখ্যাত হাদিস শিক্ষাকেন্দ্রসমূহে গমন করে হাদিস শ্রবণ ও সংগ্রহ করেন। এমনও সময় গেছে যে, কোন স্থানে হাদিস সংগ্রহে তাকে নিরুদ্দেশ থাকতে হয়েছে পরিবার-পরিজন থেকে।

শিক্ষা সফর

তিনি হাদিস সংগ্রহের জন্য বছরের পর বছর ধরে মুসলিম জাহানের জ্ঞানের পাদপিঠ বসরা, কুফা, ইরাক, রাই, খুরাসান, হিজাজ প্রভৃতি স্থানে ব্যাপক সফর করেন। সেখানে অবস্থিত বিশিষ্ট ব্যক্তিবর্গের নিকট থেকে তিনি হাদিস সংগ্রহ করতেন। 

তিরমিযি (র)-এর ওস্তাদগণ

ইমাম তিরমিযি (র)-এর সৌভাগ্য যে, তিনি সমসাময়িক বড় বড় উস্তাদ ও আলিম -ওলামার সাহচর্য লাভ করার সুযোগ পেয়েছিলেন। তাঁদের মধ্যে যারা অন্যতম তাঁরা হলেন- ইমাম বুখারী, কুতাইবা ইবনে সাঈদ, ইসহাক ইবনে মূসা, মাহমুদ ইবনে গাইলান, সাঈদ ইবনে আব্দুর রহমান (র) সহ আরো অনেকে।

তাঁর ছাত্রবৃন্দ

ইমাম তিরমিযির যেমন বড় বড় উস্তাদ ছিলেন ঠিক তেমনি তাঁর হাত থেকে বেরিয়েছে সে সময়কার তুখোড় তুখোড় বেশ কয়েক জন শিষ্য। তাঁরা হলেন- আবু হামেদ আহমাদ ইবনে আব্দুল্লাহ মারুফী, আহমদ ইবনে ইউসুফ নাসাফী ও মুহাম্মাদ ইবনে মাহমুদ (র) প্রমুখ শিষ্যগণ।

স্মৃতি শক্তির গভীরতা

তিনি ছিলেন বিস্ময়কর স্মৃতিশক্তির অধিকারী। তাঁর স্মৃতিশক্তির প্রখরতা সম্পর্কে কথিত আছে যে, একবার তিনি জনৈক শাইখের বর্ণিত কয়েকটি হাদিস সংগ্রহ ও লিপিবদ্ধ করেন। কিন্তু বর্ণনা ভালোভাবে শোনেননি বলে তা ঠিকমতো লিপিবদ্ধ করতে পারেননি। একদিন ঘটনাক্রমে পথিমধ্যে শায়খের সাথে সাক্ষাত হলে তাঁর নিকট থেকে সম্পূর্ণ হাদিস শোনার ইচ্ছা করেন। তখন শাইখ বললেন, আমি পাঠ করি তুমি তোমার লিখিত অংশ বের করে মিলিয়ে নাও। কিন্তু অনেক খোঁজাখুঁজির পরও ইমাম তিরমিযি (র) তাঁর লিখিত অংশটি পেলেন না। তাই তিনি একটি সাদা কাগজের টুকরা ধরেই শাইখের বক্তব্য শুনতে লাগলেন। এমতাবস্থায় শাইখ বললেন, তুমি কি আমার সাথে ঠাট্টা করছ? তিনি বললেন না, আপনি যা বলেছেন তা আমি বলে দিতে পারি। এই বলে তিনি মুখস্থ বলে দিলেন। শাইখ এতে বিস্মিত হয়ে গেলেন।

অবদান

ইমাম তিরমিযি (র) সমসাময়িককালের হাদিস বিশারদদের অন্যতম ছিলেন। হাদিস শাস্ত্রের উৎকর্ষের জন্যে তিনি সারা জীবন সাধনা ও শ্রম বিনিয়োগ করেছেন। তিনি হাদিস শাস্ত্রের ওপর বহু মহামূল্যবান গ্রন্থ রচনা করেন। সেগুলোর মধ্যে- আল জামিউত তিরমিযি, কিতাবুল আসমা ওয়ালকুনা, শামায়েলুত তিরমিযি অন্যতম। তবে তাঁর সংকলনগুলোর মধ্যে জামে আত্তিরমিযি অমর সংকলন।

জামে আত-তিরমিযি

তিরমিযী শরীফ

ইমাম তিরমিযির অন্যতম সেরা সংকলন ‘আল-জামিউত তিরমিযি’ কে ‘সুনান’ও বলা হয়। ব্যাপকতায় এটি সহীহ বুখারী, হাদিস বিন্যাসে মুসলিম এবং আহকামে আবু দাউদের স্থান দখল করে আছে। গ্রন্থটিতে তিন হাজার আটশত বারটি হাদিস সংগৃহীত হয়েছে।

ইমাম তিরমিযি (র) তাঁর সংকলনটি সম্পর্কে বলেন, ‘যার ঘরে এই কিতাবখানি থাকবে মনে করা যাবে যে, তাঁর ঘরে স্বয়ং নবী (স) অবস্থান করছেন এবং কথা বলছেন।’

চরিত্র

ইমাম তিরমিযি (র) অত্যন্ত নির্মল চরিত্রের অধিকারী ছিলেন। তিনি শিক্ষকদেরকে অত্যন্ত শ্রদ্ধার সাথে সম্বোধন করতেন। তিনি অত্যন্ত পরহেজগার ও আল্লাহভীরু লোক ছিলেন।

সারসংক্ষেপ

হাদিস বিদগণের আরো দু’জন মহামণীষী হলেন- ইমাম আবু দাউদ ও ইমাম তিরমিযি (র)। এ দু’জন হাদিস বিজ্ঞানীর অশেষ পরিশ্রমে হাদিস বিজ্ঞান বিশুদ্ধ ও পরিচ্ছন্ন হয়।

অনুরোধ!! পোষ্ট ভালো লাগলে প্লিজ উপরের শেয়ার আইকনে ক্লিক করে পোষ্টটি শেয়ার করে দিন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

জ্ঞান বিজ্ঞান ও প্রযুক্তি চর্চায় মুসলমানদের অবদান ১৬ জন মুসলিম বিজ্ঞানী নাম ও পরিচয়

জ্ঞান-বিজ্ঞান ও প্রযুক্তি চর্চায় মুসলমানদের অবদান: ১৬ জন মুসলিম বিজ্ঞানী নাম ও পরিচয়

আলোচ্য বিষয়: নিম্নে জ্ঞান-বিজ্ঞান ও প্রযুক্তি চর্চায় মুসলমানদের অবদান ও ১৬ জন মুসলিম বিজ্ঞানী নাম ও সংক্ষিপ্ত পরিচয় তুলে ধরা হলো- (১) চিকিৎসা শাস্ত্র (২) রসায়নশাস্ত্র (৩) ভূগোলশাস্ত্র (৪) গণিতশাস্ত্র Read
হযরত ঈসা (আঃ) এর সংক্ষিপ্ত জীবনী

হযরত ঈসা (আঃ) এর সংক্ষিপ্ত জীবনী

আলোচ্য বিষয়: নিম্নে হযরত ঈসা (আঃ) এর জীবনী সহজ ভাষায় সংক্ষেপে তুলে ধরা হলো- (১) পরিচয় (২) মু'জিযা (৩) হত্যার ষড়যন্ত্র (৪) পুনরায় দুনিয়ায় আগমন (৫) ভ্রান্ত বিশ্বাস Read
আদর্শ জীবনচরিত কি, কাকে বলে, একজন আদর্শ জীবনচরিতের উদাহরণ

আদর্শ জীবনচরিত কি/কাকে বলে? একজন আদর্শ জীবনচরিতের উদাহরণ

আলোচ্য বিষয়: (১) আদর্শ জীবনচরিত কি/কাকে বলে? (২) একজন আদর্শ জীবনচরিতের উৎকৃষ্ট উদাহরণ: হযরত মুহাম্মদ (সঃ) Read
বর্গী কারা, বর্গী এলো দেশে কবিতাঃ বর্গী কাকে বলে, বর্গী আক্রমণণের ইতিহাস

বর্গী কারা? বর্গী এলো দেশে কবিতাঃ বর্গী কাকে বলে, বর্গী আক্রমণণের ইতিহাস

আলোচ্য বিষয়: (১) বর্গী কারা (২) বর্গী এলো দেশে কবিতা (৩) বর্গী কাকে বলে? (৪) বর্গী আক্রমণের ইতিহাস (৫) শেষকথা Read
৪ জন মুসলিম মনীষীদের নাম ও পরিচয়

৪ জন মুসলিম মনীষীদের নাম ও পরিচয়

আলোচ্য বিষয়: (১) ইমাম বুখারি (রাঃ) (২) ইমাম আবু হানিফা (রাঃ) (৩) ইমাম গাযালি (রাঃ) (৪) ইবনে জারির আত-তাবারি (রাঃ) Read
হযরত মুসা (আঃ) এর সংক্ষিপ্ত জীবনী

হযরত মুসা (আঃ) এর সংক্ষিপ্ত জীবনী

আলোচ্য বিষয়: নিম্নে হযরত মুসা (আঃ) এর জীবনী সহজ ভাষায় সংক্ষেপে তুলে ধরা হলো- (১) আগমন বার্তা (২) জন্ম (৩) মাদইয়ানে হিজরত (৪) নবুয়ত লাভ (৫) দীনের দাওয়াত (৬) সত্যের জয় মিথ্যার ক্ষয় (৭) তাওরাত লাভ Read
হযরত আয়েশা (রাঃ) এর সংক্ষিপ্ত জীবনী

হযরত আয়েশা (রাঃ) এর সংক্ষিপ্ত জীবনী

আলোচ্য বিষয়: নিম্নে হযরত আয়েশা (রাঃ) এর জীবনী সহজ ভাষায় সংক্ষেপে তুলে ধরা হলো- (১) পরিচয় (২) শিক্ষাজীবন (৩) ইফকের ঘটনা (৪) শিক্ষায় অবদান (৫) শিক্ষকতা (৬) গুণাবলি (৭) মর্যাদা (৮) ইন্তিকাল Read
informationbangla.com default featured image compressed

১৯৭০ সালের নির্বাচন ও ১৯৭০ সালের নির্বাচনের ফলাফল

১৯৬৯ সালের ২৮ নভেম্বর পাকিস্তানের প্রেসিডেন্ট ও প্রধান সামরিক আইন প্রশাসক জেনারেল ইয়াহিয়া খান ঘোষণা করেন যে, ১৯৭০ সালের ৫ অক্টোবর জাতীয় পরিষদের নির্বাচন ও প্রাদেশিক পরিষদের নির্বাচন উক্ত বছরের ২২ অক্টোবরের মধ্যে অনুষ্ঠিত হবে। রাজনৈতিক দলগুলো এ নির্বাচনে অংশগ্রহণ করার সিদ্ধান্ত গ্রহণ করে। ১৯৭০ সালের এ নির্বাচন ৫ ও ২২ অক্টোবরের পরিবর্তে ৭ ও ১৯ ডিসেম্বর হয়। পূর্ব পাকিস্তানের জলোচ্ছ্বাস ও ঘূর্ণিঝড়গ্রস্থ এলাকায় ১৯৭১ সালের ১৭ জানুয়ারি এ নির্বাচন অনুষ্ঠিত হয়। পাকিস্তানের ইতিহাসে এটিই সর্বপ্রথম প্রাপ্ত বয়স্কদের ভোটাধিকারের ভিত্তিতে সাধারণ নির্বাচন। এতে মোট ২৫ টি রাজনৈতিক দল জাতীয় পরিষদ নির্বাচনে অংশগ্রহণ করে। নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করে বিচারপতি আবদুস সাত্তার। ১৯৭০ সালের নির্বাচনের ফলাফলঃ ১৯৭০ সালের নির্বাচনের ফলাফল (দলভিত্তিক)Download এ নির্বাচন পাকিস্তানের রাজনৈতিক ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ Read
চেঙ্গিস খান কে ছিলেন, চেঙ্গিস খানের ইতিহাস ও চেঙ্গিস খানের মৃত্যু

চেঙ্গিস খান কে ছিলেন? চেঙ্গিস খানের ইতিহাস ও চেঙ্গিস খানের মৃত্যু

আলোচ্য বিষয়: (১) চেঙ্গিস খান কে ছিলেন? (২) সহজ ও সংক্ষেপে চেঙ্গিস খানের ইতিহাস (৩) চেঙ্গিস খানের মৃত্যু Read
বর্গী কোন ভাষার শব্দ, বর্গী কাদের বলা হতো বা হয়, বর্গী কারা তারা কি করেছিল

বর্গী কোন ভাষার শব্দ? বর্গী কাদের বলা হতো বা হয়? বর্গী কারা তারা কি করেছিল?

আলোচ্য বিষয়: (১) বর্গী কোন ভাষার শব্দ? (২) বর্গী কারা তারা কি করেছিল? (৩) বর্গীদের সাংস্কৃতিক প্রভাব (৪) বর্গীদের ঐতিহাসিক তাৎপর্য (৫) শেষকথা Read