মুমিন-মুত্তাকি কাকে বলে? বৈশিষ্ট্য কি কি? (সূরা বাকারা)

মুমিন-মুত্তাকি কাকে বলে, বৈশিষ্ট্য কি কি (সূরা বাকারা)

প্রিয় পাঠক-পাঠিকা, আসসালামু আলাইকুম, আশা করি আল্লাহর দয়ায় আপনার সকলেই ভালো আছেন।

আজকে আমরা সূরা বাকারায় বর্ণিত মুমিন ও মুত্তাকির পরিচয় সম্পর্কে আলোচনা করব।

এ আলোচনাটি অধ্যয়নে করলে আপনি- মুমিন-মুত্তাকি কাকে বলে, তা বলতে পারবেন; মুমিন-মুত্তাকির বৈশিষ্ট্য কি কি, তা জানতে পারবেন।

(১) মুমিন-মুত্তাকি কাকে বলে?

মুমিন-মুত্তাকি কাকে বলে: মুমিন মানে বিশ্বাসী। আর মুত্তাকি অর্থ হল পরহেযগার ও আল্লাহভীরু, আল্লাহর প্রিয় বান্দা। হযরত ইবনে আব্বাস (রা) বলেন, যারা ঈমান গ্রহণ করে শিরক, কবীরা গুণাহ, অশ্লীল কাজ হতে দূরে থাকে এবং আল্লাহর হুকুমআহকাম পালন করে, তারাই মুত্তাকি। 

(২) মুমিন-মুত্তাকির বৈশিষ্ট্য

প্রকৃত মুমিন-মুত্তাকির বৈশিষ্ট্য হলো-

ক) তারা গায়েব বা অদৃশ্যে বিশ্বাসী

অদৃশ্যের প্রতি ঈমান আনা মুমিন-মুত্তাকির প্রথম গুণ। ইসলামি আকীদা-বিশ্বাস ও প্রত্যয়-সংস্কৃতি এবং আদর্শের মৌলিক বিষয় এটাই।

এ বিশ্বাসের মূল কথা হচ্ছে,

“যারা অদৃশ্যে বিশ্বাস করে।”

(সূরা আল-বাকারা ২:২)

অদৃশ্যের বিষয়াবলির মধ্যে আছে- মহান প্রভু আল্লাহর সত্তা ও গুণাবলি, ফেরেশতা, ওহী, আখিরাত, বেহেশত-দোযখ ইত্যাদি। অদৃশ্যে বিশ্বাস মুমিন-মুত্তাকি হওয়ার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ। বস্তুবাদীরা এ অদৃশ্যে বিশ্বাস না করে ধ্বংসের মধ্যে নিপতিত হয়েছে।

খ) তারা সালাত কায়েম করে

সালাত প্রতিষ্ঠা করা মুমিন-মুত্তাকির দ্বিতীয় বৈশিষ্ট্য। আল্লাহ বলেন,

“তারা সালাত কায়েম করে।”

(সূরা আল-বাকার-২: ২)

সালাতের মধ্য দিয়ে তারা এক আল্লাহর ইবাদাত ও আনুগত্যের বহিঃপ্রকাশ ঘটায়। শুধু গায়েবে বিশ্বাস করে চুপচাপ বসে থেকে ‘জপ’ করলেই মুত্তাকি হওয়া যায় না। আনুগত্যের বাস্তব নমুনা দেখাতে হবে সালাতের মাধ্যমে। দিবা-রাত্র পাঁচবার ফরয সালাত ও সিজদার মাধ্যমে তারা শিরক থেকে মুক্ত হয়ে আল্লাহর সাথে নিবিড় সম্পর্ক গড়ে তোলে।

পড়ুন
সুরা সমুহের তালিকা (বাংলা অর্থসহ)

গ) তারা আল্লাহর দেওয়া রিয্ক থেকে ব্যয় করে

মুমিন-মুত্তাকির তৃতীয় বৈশিষ্ট্য হচ্ছে,

“তাদেরকে যে রিয্ক দিয়েছি তা থেকে ব্যয় করে।”

(সূরা আল-বাকারা ২: ২)

যা কিছু ধন সম্পদ আছে তা মহান আল্লাহর দান। এর প্রকৃত মালিক আল্লাহ তা‘আলা। এ বিশ্বাস অর্থের মোহ থেকে মুক্ত করে। কাজেই মুমিন-মুত্তাকি অর্থের পূজারী হয় না। তার ধন-সম্পদে আল্লাহ ও অন্যান্য মানুষের যে অধিকার আছে সে তা থেকে ব্যয় করে।

ঘ) তারা আসমানি কিতাবে বিশ্বাস করে 

মুমিন-মুত্তাকিদের চতুর্থ বৈশিষ্ট্য হচ্ছে,

“এবং তোমার প্রতি যা নাযিল হয়েছে ও তোমার পূর্বে যা নাযিল হয়েছে তাতে তারা ঈমান আনে।”

(সূরা বাকার ২:৩) 

মানব জাতির পথ নির্দেশনার জন্যে আল্লাহ তাআলা যে সব আসমানি কিতাব যুগেযুগে নাযিল করেছেন- মুমিন-মুত্তাকিগণ তা স্বীকার করে।

ঙ) তারা আখিরাত জীবনে সুদৃঢ় বিশ্বাসী 

মুমিন-মুত্তাকির অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে,

“এবং যারা আখিরাতে দৃঢ় বিশ্বাস রাখে।”

(সূরা আল-বাকার ২:৩)

এ বিশ্বাস কর্মকে কর্মফলের সাথে এবং সূচনাকে পরিণতির সাথে যুক্ত করে। এ বিশ্বাস মানুষকে এ চেতনা দান করে যে, পৃথিবীতে তার সৃষ্টি, তার কর্মকা-, তৎপরতা, বিশ্বাস, জীবনাচার কিছুই বৃথা যাবে না। সে নিরর্থক সৃষ্টি নয়। তাকে তার কর্মের জন্যে মহাবিচারকের নিকট হাযির হতে হবে। ভাল কাজের জন্যে পুরস্কার এবং মন্দ কাজের জন্যে শাস্তি পেতে হবে। এরূপ বৈশিষ্ট্যের অধিকারী মুমিন-মুত্তাকির জীবনই সাফল্যময় হবে ইহজগতে ও পরজগতে।

মহান আল্লাহ আল-কুরআনকে বিশ্ব মানবতার পথনির্দেশনা হিসেবে নাযিল করেছেন। সূরা বাকারার শুরুতে বলা হয়েছে- ‘এটা একটা হিদায়াত ও পথ নির্দেশনার গ্রন্থ’। আর এ গ্রন্থ যদিও মানবজাতির প্রত্যেক সদস্যের জন্যই হিদায়াত গ্রন্থ, তবুও যারা হিদায়াত পাবার জন্য নিজেরা অগ্রসর হবে না, তাদেরকে এ গ্রন্থ হিদায়াত করতে পারবে না। কুরআন থেকে হিদায়াত লাভের উপযুক্ত করা, তাদের একটি সংক্ষিপ্ত পরিচয় সূরার প্রথমেই তুলে ধরা হয়েছে। তাছাড়া এর থেকে হেদায়াতের উপযুক্ত মুমিন-মুত্তাকির ও কতিপয় মৌলিক বৈশিষ্ট্যের কথা হয়েছে।

অনুরোধ!! পোষ্ট ভালো লাগলে প্লিজ উপরের শেয়ার আইকনে ক্লিক করে পোষ্টটি শেয়ার করে দিন।

পড়ুন
সূরা বাকারার ২৩ নং আয়াতের অনুবাদ, ব্যাখ্যা ও শিক্ষা

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

১৪টি ইসলামিক পরিভাষার অর্থঃ কাফের, শির্ক, মুশরিক, মুনাফেক, মুরতাদ, ফাসেক, মুমিন অর্থ কি

১৪টি ইসলামিক পরিভাষার অর্থঃ কাফের, শির্ক, মুশরিক, মুনাফেক, যিন্দীক, মুরতাদ, ফাসেক, মুমিন ইত্যাদির অর্থ কি?

● ইসলাম
আলোচ্য বিষয়: (১) ‘ঈমান’ কাকে বলে? (২) ‘মুমিন’ কাদের বলা হয়? (৩) ‘ইসলাম’ কাকে বলে? (৪) ‘মুসলমান’ বা ‘মুসলিম’ কাদের বলা হয়? (৫) ‘কুফর’ কাকে বলে? (৬) ‘কাফের’ কাদেরকে বরা হয়? (৭) ‘শির্ক’ কি/কাকে বলে? (৮) ‘মুশরিক’ কাদের বলা হয়? (৯) ‘নেফাক’ বা ‘মুনাফেকী’ কাকে বলে? (১০) ‘মুনাফেক’ কাদের বলা হয়? (১১) ‘মুলহিদ’ বা ‘যিন্দীক’ কাদের বলা হয়? (১২) ‘মুরতাদ’ কাদের বলা হয়? (১৩) ‘ফাসেক’ কাদের বলা হয়? (১৪) ‘আকীদা’ কি/কাকে বলে?
ইজমা কাকে বলে, ইজমা অর্থ কি, ইজমা কি, ইজমা বলতে কি বুঝায়, ইজমা কত প্রকার ও কি কি, ইজমার

ইজমা কাকে বলে? ইজমা অর্থ কি? ইজমা কি? ইজমা বলতে কি বুঝায়? ইজমা কত প্রকার ও কি কি? ইজমার প্রবর্তক কে? এর গুরুত্ব, পদ্ধতি এবং হুকুম

● ইসলাম
আলোচ্য বিষয়: (১) ইজমা কাকে বলে? ইজমা অর্থ কি? ইজমা কি? ইজমা কত প্রকার ও কি কি? ইজমা বলতে কি বুঝায় (২) ইজমা কত প্রকার ও কি কি? (৩) ইজমার প্রবর্তক কে? ইজমা উৎপত্তির সময়কাল (৪) ইজমার গুরুত্ব ও প্রয়োজনীয়তা (৫) ইজমার পদ্ধতি (৬) ইজমার হুকুম
আত্মসংযমের গুরুত্ব সংক্রান্ত ১টি বিষয়ভিত্তিক হাদিস

আত্মসংযমের গুরুত্ব সংক্রান্ত ১টি বিষয়ভিত্তিক হাদিস

● ইসলাম
আলোচ্য বিষয়: নিম্নে আত্মসংযমের গুরুত্ব সংক্রান্ত ১টি বিষয়ভিত্তিক হাদিসের অনুবাদ, ব্যাখ্যা ও শিক্ষা তুলে ধরা হলো-
হজ্জের গুরুত্ব ও তাৎপর্য

হজ্জের গুরুত্ব ও তাৎপর্য

● ইসলাম
আলোচ্য বিষয়: নিম্নে ও সহজ সংক্ষিপ্তভাবে হজ্জের গুরুত্ব ও তাৎপর্য তুলে ধরা হলো- (১) হজ্জের পরিচয় ও পটভূমি (২) হজ্জের ধর্মীয় গুরুত্ব (৩) হজ্জের সামাজিক শিক্ষা (৪) হজ্জের অর্থনৈতিক শিক্ষা
সাওম শব্দের অর্থ কী, কাকে বলে সাওমের শিক্ষা এবং গুরুত্ব

সাওম শব্দের অর্থ কী, কাকে বলে? সাওমের শিক্ষা ও গুরুত্ব

● ইসলাম
আলোচ্য বিষয়: (১) সাওম শব্দের অর্থ কী? (২) সাওম কাকে বলে? (৩) সাওমের নৈতিক শিক্ষা (৪) সাওমের সামাজিক শিক্ষা (৫) সাওমের ধর্মীয় গুরুত্ব (৬) সাওমের সামাজিক গুরুত্ব
ইবাদত কাকে বলে, ইবাদত কত প্রকার

ইবাদত কাকে বলে? ইবাদত কত প্রকার?

● ইসলাম
আলোচ্য বিষয়: (১) ইবাদত কাকে বলে? (২) ইবাদত কত প্রকার? (৩) দৈনন্দিন জীবনে অনুশীলনীয় কিছু ইবাদাত
জুমার নামাজের নিয়ত, নিয়ম, আমল, আদব, ফজিলত, ইতিহাস, গুরুত্ব, রাকাত সংখ্যা ও শর্তসমূহ

জুমার নামাজের নিয়ম, নিয়ত, আমল, আদব, ফজিলত, ইতিহাস, গুরুত্ব, রাকাত সংখ্যা ও শর্তসমূহ

● ইসলাম
আলোচ্য বিষয়: (১) জুমার নামাজ কাকে বলে? (২) জুমার নামাজের নিয়ম (৩) জুমার নামাজের নিয়ত (৪) জুমার দিনের আমল (৫) জুমার দিনের আদব (৬) জুমার/জুম্মার দিনের ফজিলত (৭) জুম্মা/জুমার নামাজের ফজিলত (৮) জুমার নামাজের ইতিহাস (৯) জুমার নামাজ কত রাকাত/জুম্মার নামাজ কয় রাকাত? (১০) জুমার নামাজের গুরুত্ব (১১) জুমার নামাজ পড়ার পদ্ধতি (১২) মেয়েদের জুম্মার নামাজের নিয়ম/মহিলাদের জুমার নামাজ পড়ার নিয়ম (১৩) সফরে জুমার নামাজের নিয়ম (১৪) জুমার নামাজের রাকাত সংখ্যা কত? (১৫) জোহরের সঙ্গে জুমার নামাজের পার্থক্য (১৬) জুমার নামাজের শর্ত
হাদিসের গুরুত্ব ও প্রয়োজনীয়তা এবং আদর্শ জীবন গঠনে হাদিসের শিক্ষা

হাদিসের গুরুত্ব ও প্রয়োজনীয়তা এবং আদর্শ জীবন গঠনে হাদিসের শিক্ষা

● ইসলাম
আলোচ্য বিষয়: (১) হাদিসের গুরুত্ব ও প্রয়োজনীয়তা (২) আদর্শ জীবন গঠনে হাদিসের শিক্ষা
অসুস্থ ব্যক্তির নামাজের পদ্ধতি, শুয়ে বা বসে নামাজ পড়ার নিয়ম

অসুস্থ ব্যক্তির নামাজের পদ্ধতি: শুয়ে/বসে নামাজ পড়ার নিয়ম

● ইসলাম
আলোচ্য বিষয়: অসুস্থ ব্যক্তির নামাজের পদ্ধতি বা শুয়ে/বসে নামাজ পড়ার নিয়ম সমূহের বর্ণনা-
ওযুর সুন্নাত সমূহ কি কি

ওযুর সুন্নাত সমূহ কি কি?

● ইসলাম
আলোচ্য বিষয়: হাদিস ও ইসলামী আলেমদের বর্ণনা অনুযায়ী ওযুর সুন্নাত সাধারণত ১৮টি বলে গণ্য করা হয়। নিচে সেই ১৮টি ওযুর সুন্নাত সমূহ কি কি, এগুলো বিস্তারিতভাবে দেওয়া হলো।