সার্চ ইঞ্জিন কি? সার্চ ইঞ্জিন কিভাবে কাজ করে?

সার্চ ইঞ্জিন কি, সার্চ ইঞ্জিন কিভাবে কাজ করে

সার্চ ইঞ্জিন শব্দটার সাথে এখন কে না পরিচিত! এমন এক সময় ছিল যখন আমরা কোনো কিছু জানার জন্য আমাদের পাশে থাকা বিভিন্ন লোকদের কাছে জানতাম। কিন্তু বর্তমান ডিজিটাল যুগে আমাদের কোন কিছু জানার থাকলে আমরা আর কাউকে জিজ্ঞেস করি না। সোজা মোবাইলে সার্চ ইঞ্জিনে সার্চ করে উত্তর পেয়ে যায়। শুধু প্রশ্ন না যেকোনো জিনিসই ইন্টারনেটে সার্চ করে উত্তর পাওয়া যায়। তাই আমরা আজ সার্চ ইঞ্জিন কি? সার্চ ইঞ্জিন কিভাবে কাজ করে তা নিয়ে বিস্তারিত জানার চেষ্টা করব।

সার্চ ইঞ্জিন

তাই কোন কিছু খুঁজে পেতে এর ভূমিকা অপরিসীম। বেশিরভাগ ক্ষেত্রেই আমরা সার্চ ইঞ্জিন হিসেবে গুগলকে বেছে নেই। কারণ এটি এটি সবচেয়ে বড় সার্চ ইঞ্জিন। এছাড়াও আরও অনেক Search Engine রয়েছে। কিন্তু অনেকে জানে না Search Engine কি? চলুন তাহলে এ সম্পর্কে জেনে নেই।

(১) সার্চ ইঞ্জিন কি?

সার্চ ইঞ্জিন হলো একটি সফটওয়্যার প্রোগ্রাম যা তথ্য জমা করে এবং প্রয়োজনের সময় সেটা প্রদান করে। এটিকে আপনি মাকড়সার সাথে তুলনা করতে পারেন। যা পুরো নেট দুনিয়ায় জালের মত ছড়িয়ে থাকে নিজের তথ্য সংগ্রহ করার জন্য।

আপনি যখন ইন্টারনেটে কোন তথ্য সার্চ করেন তখন Search Engine নিজের কাছে জমিয়ে রাখা কোটি কোটি ওয়েবপেইজ থেকে বাছাই করে আপনার তথ্যটি খুঁজে দেয়। যেমন ধরুন, আপনার মনে আসল,

মার্কেটিং কি? মার্কেটিং কীভাবে করব? এটি জানার জন্য আপনি গুগলে সার্চ করলেন।সার্চ করার সাথে সাথে যেসব ওয়েবসাইটে আপনার প্রশ্নের উত্তর রয়েছে সেগুলো তার সার্চ রেজাল্ট পেইজে দেখাবে।

তারপর আপনি সার্চ রেজাল্ট পেইজ থেকে যে কোন ওয়েবসাইটে গিয়ে আপনার উত্তর জানতে পারবেন। আপনার সার্চ করা প্রশ্নটিকে ইন্টারনেটে বলা হয় কিওয়ার্ড।

আর সার্চ ইঞ্জিনগুলোর কিছু Algorithm রয়েছে যেগুলোর মাধ্যমে সে বুঝতে পারে কোন কিওয়ার্ডের ক্ষেত্রে কোন তথ্যটি সেরা।

(২) সার্চ ইঞ্জিনের কাজ কি?

সার্চ ইঞ্জিনের কাজ

এর কাজ হল ইউজার দ্বারা শব্দ, বাক্য, প্রশ্ন ইত্যাদির সঠিক উত্তর ও তথ্য খুঁজে বের করা। খুঁজে বের করা তথ্য হিসেবে বিভিন্ন ওয়েবসাইটের তালিকা নিজের Search Engine রেজাল্ট পেইজ এর মধ্যে দেখানো। এটিই হচ্ছে সার্চ ইঞ্জিনের কাজ।

(৩) সার্চ ইঞ্জিনের প্রকারভেদ?

কার্যপ্রণালী ও অ্যালগরিদমের উপর ভিত্তি করে সার্চ ইঞ্জিনকে ৩ ভাগে ভাগ করা যায়। যথাঃ

  • প্রাইমারি সার্চ ইঞ্জিন ( গুগল, বিং,ইয়াহু ইত্যাদি)
  • সেকেন্ডারি সার্চ ইঞ্জিন (এমএসএন, স্ন্যাপ,হটবট ইত্যাদি)
  • টার্গেটেড সার্চ ইঞ্জিন (এওএল সার্চ, লাইকস, আল্টা বিস্তা ইত্যাদি)

তবে সার্চ ইঞ্জিন মূলত ৪ ধরণের। যথাঃ

  • Crawler Search Engine
  • Web Directories
  • Hybrid Search Engine
  • Meta Search Engine

(৪) সার্স ইঞ্জিন কিভাবে কাজ করে?

আমরা যখন কোন কিছু জানার জন্য সার্চ ইঞ্জিনে সার্চ করি তখন সার্চ করা কিওয়ার্ডটি কোন ওয়েবসাইটের টাইটেল, ডিসক্রিপশন, কন্টেন্ট ইত্যাদির সাথে ম্যাচ করবে, তখন সেই ওয়েবসাইটগুলো সার্চ ইঞ্জিনের রেজাল্ট পেইজে দেখানো হয়। সার্চ করা কি ওয়ার্ড এর সাথে ওয়েবসাইটের কন্টেন্টের মিল থাকলেই ওয়েবসাইটগুলোকে সার্চ ইঞ্জিনের রেজাল্ট পেইজে দেখানো হয়।

তাছাড়া ওয়েব সার্চ ইঞ্জিন একটি স্পাইডার বা ওয়েব স্কলার পাঠিয়ে সমস্ত লাইভ ওয়েবসাইট থেকে যতটা সম্ভব তথ্য সংগ্রহ করে।কোন ওয়েবসাইটে যখন নতুন তথ্য অ্যাড করা হয় পুরনো তথ্য আপডেট করা হয় তখন ওয়েব স্কলার বা Search Engine বট সেখানে হাজির হলে তথ্যগুলো সংগ্রহ করে নেয়।

দীর্ঘদিন ধরে যদি কোন ওয়েবসাইটে পোস্ট করা না হয় বা পুরনো তথ্য আপডেট করা না হয় তব Search Engine সেখানে ভিজিট করা বন্ধ করে দেয় না, নিয়মিতই ভিজিট করে। এভাবে মিনিটে মিনিটে লাখ লাখ ওয়েবসাইট ভিজিট করে সার্চ ইঞ্জিন বটগুলো ওয়েবসাইটে থাকা সব তথ্য সংগ্রহ করে।

সার্চ ইঞ্জিনের আরেকটি সহকারী প্রোগ্রাম হল ইনডেক্সার। এর কাজ হল তথ্যগুলো পড়ে নিয়ে স্তরে স্তরে জমা রাখা। আবার কোন লেখা ডুপ্লিকেট হলে বা মানসম্মত না হলে বা ব্রোকেন ইউআরএল হলে ইন্ডেক্সার Search Engine থেকে সেসব তথ্য মুছে ফেলে।

তাছাড়া তথ্য মুছে ফেলার আরেকটি প্রোগ্রাম রয়েছে। সেটি হলো প্রোপার্টি অ্যালগরিদম। এটি ডুপ্লিকেট তথ্য মুছে দেয় এবং প্রয়োজনীয় তথ্যগুলো আলাদা করে। সার্চ ইঞ্জিনের সার্চ করার পর এর সাহায্যেই আমরা সঠিক ও উপযুক্ত উত্তর পেয়ে থাকি।

(৫) জনপ্রিয় কয়েকটি সার্চ ইঞ্জিন

জনপ্রিয় কয়েকটি সার্চ ইঞ্জিন

জনপ্রিয় কয়েকটি সার্চ ইঞ্জিন হলো–

  • Google
  • Bing
  • Yahoo
  • Baidu
  • Ask.com
  • AOL
  • Excite
  • DuckDuckGo
  • Yandex
  • AltaVista
  • WebCrawler
  • Dogpile ইত্যাদি।

তাহলে আজ এখানেই থাকলো। আশা করি সার্চ ইঞ্জিন কি? এটি কিভাবে কাজ করে? সম্পর্কে কিছুটা হলেও ধারণা দিতে পেরেছি। আর পোস্টটি পড়ে ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবেন।

অনুরোধ!! পোষ্ট ভালো লাগলে প্লিজ উপরের শেয়ার আইকনে ক্লিক করে পোষ্টটি শেয়ার করে দিন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ক্লাউড কম্পিউটিং কি, আইসিটি (HSC)

ক্লাউড কম্পিউটিং কি? আইসিটি (HSC)

আলোচ্য বিষয়: আলোচ্য বিষয়: (১) ক্লাউড কম্পিউটিং কি? আইসিটি (২) ক্লাউড কম্পিউটিং কীভাবে কাজ করে? (৩) ক্লাউড কম্পিউটিং-এর বর্তমান ব্যবহার (৪) ক্লাউড কম্পিউটিং-এর সুবিধা ও চ্যালেঞ্জ (৫) ভবিষ্যতে ক্লাউড কম্পিউটিং Read
informationbangla.com default featured image compressed

আউটপুট (Output) ডিভাইস কি? আউটপুট ডিভাইসের প্রকারভেদ

আলোচ্য বিষয়: (১) আউটপুট ডিভাইস (Output Device) কি? (২) আউটপুট ডিভাইসের কাজ (৩) আউটপুট ডিভাইসের নাম (৪) আউটপুট ডিভাইসের প্রকারভেদ Read
informationbangla.com default featured image compressed

ইমো (imo) কি? ইমো সফটওয়্যার ডাউনলোড করব কীভাবে?

আলোচ্য বিষয়: (১) ইমো (imo) কী? (২) ইমো (imo) ব্যবহারের সুবিধা (৩) ইমো (imo) সফটওয়্যার ডাউনলোড (৪) ইমো (imo) সফটওয়্যার ডাউনলোড করব কীভাবে? Read
informationbangla.com default featured image compressed

স্মার্টফোন কেনার আগে যে ৯ টি জিনিস অবশ্যই দেখবেন

বর্তমান বিশ্বে স্মার্টফোন প্রায় সবার হাতে হাতে। স্মার্টফোন ছাড়া এখন কল্পনায় করা যায় না। স্মার্টফোনের মাধ্যমেই এখন আমার সব কাজ করে থাকি। দৈনন্দিন কাজ থেকে শুরু করে সোশ্যাল মিডিয়া এক্টিভিটিস সবকিছুই স্মার্টফোনের মাধ্যমে করে থাকি। এককথায় স্মার্টফোনের মাধ্যমে এখন সবকিছুই করা যায়। আমরা যখন ফোন কিনার আগে আমাদের মনে নানারকম প্রশ্ন থাকে। কোন ফোনে কি পাবো, ফোনটা ভাল না মন্দ ইত্যাদি। এককথায় স্মার্টফোন কেনার আগে কি কি বিষয় জানা দরকর তার সবকিছুই। যেটা দেখে আমরা বুঝতে পারব কোনটা ভালো আর কোনটা মন্দ। কিন্তু, স্মার্টফোনের দাম দেখেই আমরা ভালো-মন্দ বিচার করে ফেলি। দাম বেশি হলেই ধরে নেই ভালো ফোন আর কমদামি হলেই সেটা ধরে নেই খারাপ ফোন। তাইতো? কিন্তু এটা একদম ঠিক না। তাই ফোন কেনার আগে আপনার যদি কিছু জ্ঞান, Read
informationbangla.com default featured image compressed

হোয়াটসঅ্যাপ (WhatsApp) কি? সবার আগে ব্যবহার করুন হোয়াটসঅ্যাপের আপকামিং ফিচার!

আলোচ্য বিষয়: (১) হোয়াটসঅ্যাপ (WhatsApp) কী? (২) হোয়াটসঅ্যাপ কীভাবে কাজ করে? (৩) হোয়াটসঅ্যাপ এর বৈশিষ্ট্য (৪) হোয়াটসঅ্যাপের আপকামিং ফিচার! (৫) হোয়াটসঅ্যাপের বেটা টেস্টার হিসেবে সাইন আপ করবেন কীভাবে? Read
সেরা ৫টি বাংলা ডিকশনারি অ্যাপ (একদম ফ্রি)

সেরা ৫টি বাংলা ডিকশনারি অ্যাপ! (একদম ফ্রি)

আলোচ্য বিষয়: (১) Bangla Dictionary (২) English To Bangla Dictionary (৩) Google Translate (৪) English – Bangla Dictionary (৫) Bangla Dictionary Multifunctional Read
সিম কার্ড (SIM Card)

সিম কার্ড (SIM Card) কাকে বলে? এর পূর্ণরূপ

আলোচ্য বিষয়: নিম্নে সিম কার্ড কাকে বলে এবং সিম (SIM) এর পূর্ণরূপ তুলে ধরা হলো- Read
পাশে সাবধান, AI এর উত্থান ও আমাদের ভবিষ্যৎ

পাশে সাবধান: AI এর উত্থান ও আমাদের ভবিষ্যৎ

আলোচ্য বিষয়: (১) পাশে সাবধান: মানে কি? (২) AI: একটি নতুন যুগের সূচনা (৩) AI এর ইতিহাস: যেভাবে শুরু হলো (৪) AI এর প্রযুক্তিগত ভিত্তি: এটি কীভাবে কাজ করে? (৫) AI এর বর্তমান প্রভাব: আমাদের চারপাশে (৬) AI এর ঝুঁকি: যেখানে সাবধানতা জরুরি (৭) ভবিষ্যৎ সম্ভাবনা: AI কোথায় নিয়ে যাবে? (৮) বাংলাদেশের প্রেক্ষাপটে AI (৯) কীভাবে সাবধান থাকব? Read
অপটিক্যাল ফাইবার কি কাকে বলে এটি কীভাবে কাজ করে

অপটিক্যাল ফাইবার কি? কাকে বলে? এটি কীভাবে কাজ করে?

আলোচ্য বিষয়: (১) ফাইবার অপটিক ক্যাবল বা অপটিক্যাল ফাইবার কি? কাকে বলে? (২) অপটিক্যাল ফাইবারের গঠন ও তৈরির উপাদান (৩) অপটিক্যাল ফাইবারের প্রকারভেদ (৪) ফাইবার অপটিক ক্যাবলের বৈশিষ্ট্য, সুবিধা ও অসুবিধা (৫) অপটিক্যাল ফাইবার বা ফাইবার অপটিক কীভাবে কাজ করে? (৬) ফাইবার অপটিক বা অপটিক্যাল ফাইবার যোগাযোগ ব্যবস্থা (৭) দৈনন্দিন জীবনে ফাইবার অপটিক বা অপটিক্যাল ফাইবারের ব্যবহার Read
informationbangla.com default featured image compressed

স্যাটেলাইট কি? স্যাটেলাইট সম্পর্কে বিস্তারিত জানুন

স্যাটেলাইট সম্পর্কে আমাদের অনেকের মনেই নানা প্রশ্ন। আসলে স্যাটেলাইট কি? এত টাকা খরচ করে একটি স্যাটেলাইট উৎক্ষেপণের উদ্দেশ্যই বা কি? কিংবা স্যাটেলাইটের মাধ্যমে কী কী সেবা ভোগ করা যায়? স্যাটেলাইট সম্পর্কিত এমন অসংখ্য প্রশ্ন আমাদের মনে থেকেই যায়। এই ব্লগে এ সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়েছে। আশা করা যায় এই আর্টিকেলটি পড়ে আপনি অনেক কৌতুহলের সমাধান পাবেন। তো চলুন শুরু করা যাক। (১) স্যাটেলাইট কি? স্যাটেলাইট হলো মহাকাশে উৎক্ষেপণ করা একটি মানবসৃষ্ট মহাকাশযান যা কোনো গ্রহ বা বস্তুকে কেন্দ্র করে প্রদক্ষিণ করে। সৌর জগতের প্রধান গ্রহ আটটি। তার মধ্যে বুধ আর শুক্র এর কোন উপগ্রহ নেই। পৃথিবীর ১টি, মঙ্গলের ২ টি, বৃহস্পতির ৭৯ টি, শনির ৮২ টি, ইউরেনাস এর ২৭টি, আর নেপচুনের ১৪ টি উপগ্রহ আছে। অর্থাৎ উপগ্রহ আমরা সবাই Read