তারাবীর নামায ও খতম তারাবীর মাসায়েল

তারাবীর নামায ও খতম তারাবীর মাসায়েল

(১) তারাবীর নামায ও তার মাসায়েল

◆ রমযান মাসে ইশার নামাযের পর ইশার ওয়াক্তের মধ্যে যে বিশ রাকআত সুন্নাতে মুআক্কাদা পড়তে হয়, তাকে তারাবীহ-র নামায বলে।

◆ তারাবীহ্-র নামায সুন্নাতে মুআক্কাদা।

◆ তারাবীহ্-র নামায জামাআতের সাথে পড়া সুন্নাতে মুআক্কাদায়ে কেফায়া। মহিলাদের তারাবীহ্-র জামা’আত করা মাকরূহ তাহরীমী।

◆ প্রতি চার রাকআত তারাবীহ্-র পর এবং বিশ রাকআতের পর বিতরের পূর্বে চার রাকআত পরিমাণ বিশ্রাম করা মোস্তাহাব। জামা’আতের লোকদের কষ্ট হওয়ার বা জামা’আতের লোক সংখ্যা কম হওয়ার আশংকা হলোে এত সময় বিশ্রাম করবে না বরং কম করবে।

◆ এই বিশ্রামের সময় চুপ করে বসে থাকা, তাসবীহ তাহলীল, তিলাওয়াত, দুরূদ পড়া বা নফল নামায পড়া সবই জায়েয। বারবার পড়তে থাকা উত্তম। এবং এসব দোয়া চিৎকার করে নয় বরং নীরবে (কিংবা স্বল্প শব্দে) পড়া মোনাসেব।

◆ প্রত্যেক চতুর্থ রাকআতে মোনাজাত করা জায়েয আছে, কিন্তু বিশ রাকআতের পর বিতরের পূর্বে দু’আ করাই আফযল। (শামসুল হক ফরীদপুরী, দ্রঃ বাংলা বেহেশতী জেওরঃ ১ম) তবে কোথাও প্রতি চার রাকআতের পর মুনাজাত করলে কঠোর ভাবে তাতে বাঁধা দেয়া কিংবা না করা হলোে মুসল্লীগণের পক্ষ থেকে ইমামকে করার জন্য হুকুম দেয়া সংগত নয়।

◆ যদি কেউ মসজিদে এসে দেখেন ঈশার জামাআত হয়ে গিয়েছে এবং তারাবীহ শুরু হয়ে গিয়েছে তখন তিনি একা একা ইশা পড়ে নিয়ে তারপর তারাবীহ্-র জামা’আত শরীক হবেন। ইত্যবসরে যে কয় রাক’আত তারাবীহ ছুটে গিয়েছে তা তিনি তারাবীহ ও বেতর জামা’আতের সাথে আদায় করার পর পড়বেন।

(২) খতম তারাবীর মাসায়েল

◆ রমযান মাসে তারাবীহ্-র মধ্যে তারতীব অনুযায়ী একবার কুরআন শরীফ খতম করা (পড়া/শুনা) সুন্নাত।

◆ তারাবীহ্-র খতমের মধ্যে যে কোন একটি সূরার শুরুতে বিসমিল্লাহির রহমানির রহীম জোরে পড়া চাই, নতুবা শ্রোতাদের খতম পূর্ণ হবে না।

◆ নাবালেগের পিছনে এক্তেদা করা দুরস্ত নয়, চাই ফরয নামাযে হোক বা তারাবীহ্-র নামায হোক।

◆ ইচ্ছাকৃত ভাবে ভুল লোকমা দিয়ে হাফেজকে পেরেশান করা নিষিদ্ধ।

◆ তারাবীহ্‌তে এত দ্রুত তিলাওয়াত করা যে বুঝে আসে না- এরূপ তিলাওয়াত ছওয়াবের পরিবর্তে গোনাহের কারণ হয়ে দাঁড়ায়।

◆ হাফেজ সাহেব যদি ভুলে গিয়ে চুপ-চাপ দাঁড়িয়ে অথবা বৈঠকের সময় তাশাহ্হুদের আগে বা পরে চিন্তা করতে থাকেন এবং এর মধ্যে এক রুকন পরিমাণ (তিনবার সোবহানাল্লাহ বলার পরিমাণ) সময় অতিবাহিত হয়ে যায়, তাহলে সাজদায়ে সাহো দিতে হবে।

◆ কোন আয়াত ভুলে থেকে গেলে বা ভুল পড়া হয়ে থাকলে পরবর্তী দুগানায় (দুই রাকআতে) বা পরবর্তী যে কোন দিন সেটা পড়ে নিতে হবে, নতুবা খতম পূর্ণ হবে না।

◆ খতমের দিন তারাবীহ্-র মধ্যেই খতম করার পর শেষ রাকআতে সূরা বাকারা পড়া মোস্তাহাব।

◆ তারাবীহ্-র মধ্যে খতমের সময় সূরা এখলাস তিনবার পড়া মাকরূহ। (অর্থাৎ, শরী’আতের বিশেষ নিয়ম মনে করে এরূপ আমল করা মাকরূহ।)

◆ তারাবীহ্-র বিনিময়ে পারিশ্রমিক দেয়া নেয়া জায়েয নয়, তবে হাফেজ সাহেবের যাতায়াত ভাড়া ও খাওয়া দাওয়ার ব্যবস্থা করা বিধেয়।

[তথ্যসূত্র: আহকামে যিন্দেগী by মাওলানা মুহাম্মাদ হেমায়েত উদ্দীন]

অনুরোধ!! পোষ্ট ভালো লাগলে প্লিজ উপরের শেয়ার আইকনে ক্লিক করে পোষ্টটি শেয়ার করে দিন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

মিতব্যয়িতা কী, কাকে বলে মিতব্যয়িতার গুরুত্ব

মিতব্যয়িতা কী, কাকে বলে? মিতব্যয়িতার গুরুত্ব

○ ইসলাম
আলোচ্য বিষয়: (১) মিতব্যয়িতা কী, কাকে বলে? (২) মিতব্যয়িতার গুরুত্ব Read
সাহু সিজদাহ নিয়ম, সাহু সিজদাহ কখন দিতে হয়

সাহু সিজদাহ নিয়ম, সাহু সিজদাহ কখন দিতে হয়?

○ ইসলাম
আলোচ্য বিষয়: (১) সাহু সিজদাহ নিয়ম (২) সাহু সিজদাহ কখন দিতে হয়? Read
ছাত্র শিক্ষক সম্পর্ক

ছাত্র-শিক্ষক সম্পর্ক

○ ইসলাম
নিম্নে ছাত্র-শিক্ষক সম্পর্ক নিয়ে কিছু কথা তুলে ধরা হলো- Read
মাখরাজ ১৭ টি কি কি (makhraj bangla)

মাখরাজ ১৭ টি কি কি (makhraj bangla)

○ ইসলাম
আলোচ্য বিষয়: (১) আরবি মাখরাজ ক) মাখরাজ কি? খ) আরবি হরফের মাখরাজ কয়টি? (২) ২৯টি আরবি হরফ বাংলা উচ্চারণ সহ (৩) আরবি হরফের মাখরাজ ১৭ টি কি কি? makhraj bangla Read
পাঁচ ওয়াক্ত নামাজ কত রাকাত, কোন নামাজ কত, রাকাত নামাজের রাকাত সমূহ

পাঁচ ওয়াক্ত নামাজ কত রাকাত? কোন নামাজ কত রাকাত? নামাজের রাকাত সমূহ

○ ইসলাম
প্রিয় পাঠক/পাঠিকা! নিম্নে পাঁচ ওয়াক্ত নামাজ কত রাকাত? কোন নামাজ কত রাকাত? নামাজের রাকাত সমূহ সুন্দরভাবে তুলে ধরা হয়েছে। Read
গোসলের ফরজ কয়টি, গোসল ফরজ হওয়ার কারণ ও গোসলের দোয়া

গোসলের ফরজ কয়টি? গোসল ফরজ হওয়ার কারণ ও গোসলের দোয়া

○ ইসলাম
আলোচ্য বিষয়: (১) গোসলের ফরজ কয়টি? (২) গোসলের সুন্নত কতটি? (৩) গোসলের মুস্তাহাব কি কি? (৪) গোসলের ফরয, সুন্নাত, মোস্তাহাব ও আদবসমূহ (৫) গোসলের ফরয সমূহের বর্ণনা (৬) গোসলের সুন্নত সমূহের বর্ণনা (৭) কি কি কারণে গোসল ফরয হয়? (৮) যে সব কারণে গোসল ফরয হয় না, সেগুলো কি? (৯) গোসল কখন সুন্নত হয়? (১০) ফরজ গোসলের দোয়া, নিয়ত ও নিয়ম কি? Read
কাফের অর্থ কি, কাফের কাকে বলে, কাফের কারা, কাফের এর বৈশিষ্ট্যে সমূহ (সূরা বাকারা)

কাফের অর্থ কি? কাফের কাকে বলে? কাফের কারা? কাফের এর বৈশিষ্ট্যে সমূহ (সূরা বাকারা)

○ ইসলাম
অোলোচ্য বিষয়: (১) কাফের অর্থ কি? কাফের কাকে বলে? কাফের কারা? (২) কাফের এর বৈশিষ্ট্যে সমূহ Read
শিক্ষার্থীর বৈশিষ্ট্য

শিক্ষার্থীর বৈশিষ্ট্য

○ ইসলাম
নিম্নে একজন আদর্শ শিক্ষার্থীর উল্লেখযোগ্য কয়েকটি বৈশিষ্ট্য তুলে ধরা হলো- Read
informationbangla.com default featured image compressed

সূরা আল গাশিয়াহ: অর্থসহ বাংলা উচ্চারণ

○ ইসলাম
আলোচ্য বিষয়: সূরা আল-গাশিয়াহ কোরআনের গুরুত্বপূর্ণ সূরার একটি, যা মানুষের সর্বশেষ পরিণতি ও পার্থিব জীবনের হিসাব নিয়ে আলোচনা করে। এই পোস্টে আপনি পাবেন সূরা আল-গাশিয়াহ-এর বাংলা উচ্চারণসহ অর্থ, যাতে সহজে তা বোঝা যায়। Read
জীবন বাঁচাতে দাড়ি কাটলে জায়েজ হবে কি

জীবন বাঁচাতে দাড়ি কাটলে জায়েজ হবে কি?

আলোচ্য বিষয়: (১) ইসলামে দাড়ির গুরুত্ব কেমন? (২) বিপদ থেকে বাঁচার জন্য দাড়ি চেঁচে ফেলা যাবে কিনা? Read