হজ শব্দের অর্থ, কী, কাকে বলে? হজের ফরজ ও ওয়াজিব সমূহ

হজ শব্দের অর্থ, কী, কাকে বলে হজের ফরজ ও ওয়াজিব সমূহ

(১) হজ শব্দের অর্থ কী?

‘হজ’ এর আভিধানিক অর্থ হলো- সংকল্প করা, ইচ্ছা করা।

(২) হজ কাকে বলে?

ইসলামের পরিভাষায়, আল্লাহর সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে জিলহজ মাসের নির্ধারিত দিনসমূহে নির্ধারিত পদ্ধতিতে বাইতুল্লাহ (আল্লাহর ঘর) ও সংশ্লিষ্ট স্থানসমূহ যিয়ারত করাকে হজ বলে।

(৩) হজ কী?

হজ ইসলামের পঞ্চম ভিত্তি। 

হজ ঐ সমস্ত ধনী-মুসলমানের উপর ফরজ যাদের পবিত্র মক্কায় যাতায়াত ও হজের কাজ সম্পাদন করার মতো আর্থিক ও দৈহিক সামর্থ্য রয়েছে।

মহান আল্লাহ বলেন,

“মানুষের মধ্যে যার আল্লাহর ঘর পর্যন্ত পৌছার সামর্থ্য আছে তার উপর আল্লাহর উদ্দেশ্যে ঐ ঘরের হজ করা অবশ্য কর্তব্য।”

(সূরা আল-ইমরান, আয়াত ৯৭)

সামর্থ্যবানদের জন্য হজ জীবনে একবার পালন করা ফরজ।

নিচে হজের স্থান সমূহের একটি চিত্র দেওয়া হলো-

হজের স্থানসমূহ

(৪) হজের ফরজ ও ওয়াজিব সমূহ

ক) হজের মোট ৩টি ফরজ রয়েছে

  1. ইহরাম বাঁধা (আনুষ্ঠানিকভাবে হজের নিয়ত করা)।
  2. ৯ই জিলহজ আরাফাতের ময়দানে অবস্থান করা।
  3. তাওয়াফে যিয়ারত (১০ই জিলহজ ভোর থেকে ১২ই জিলহজ পর্যন্ত যেকোনো দিন কাবা শরিফ তাওয়াফ করা)।

খ) হজের মোট ৭টি ওয়াজিব রয়েছে

  1. ৯ই জিলহজ দিবাগত রাতে মুযদালিফা নামক স্থানে অবস্থান করা।
  2. সাফা ও মারওয়া পাহাড়দ্বয়ের মাঝে সাঈ (দৌড়ানো) করা।
  3. ১০, ১১, ও ১২ই জিলহজ পর্যায়ক্রমে মিনায় তিনটি নির্ধারিত স্থানে ৭টি করে কংকর (পাথর কণা) শয়তানের উদ্দেশ্যে নিক্ষেপ করা।
  4. কুরবানি করা।
  5. মাথা কামানো বা চুল কেটে ছোট করা।
  6. বিদায়ী তাওয়াফ করা (এটি মক্কার বাইরের লোকদের জন্য ওয়াজিব)।
  7. দম দেওয়া। (ভুলে বা স্বেচ্ছায় হজের কোনো ওয়াজিব বাদ পড়লে তার কাফফারা হিসাবে একটি অতিরিক্ত কুরবানি দেওয়া)।
পড়ুন
হজ্জের গুরুত্ব ও তাৎপর্য

(৬) হজের ধর্মীয় গুরুত্ব

ইসলামে হজের গুরুত্ব অপরিসীম। আল্লাহ তায়ালা পবিত্র কুরআনে সূরা হাজ্জ নামে একটি সূরা অবতীর্ণ করেছেন। এ ছাড়াও পবিত্র কুরআনের বিভিন্ন স্থানে আল্লাহ হজের ব্যাপারে আয়াত অবতীর্ণ করেছেন। রাসুলুল্লাহ (সাঃ) থেকেও হজের গুরুত্বের ব্যাপারে অসংখ্য হাদিস বর্ণিত হয়েছে।

রাসুলুল্লাহ (সাঃ) বলেন,

“মাকবুল (আল্লাহর নিকট গ্রহণীয়) হজের বিনিময় জান্নাত ছাড়া আর কিছুই নেই।” (বুখারি-মুসলিম)। হজের মাধ্যমে বিগত জীবনের গুনাহ মাফ হয়। মহানবি হযরত মুহাম্মদ (সাঃ) বলেছেন, “যে ব্যক্তি হজ করে সে যেন নবজাত শিশুর মতো নিষ্পাপ হয়ে যায়।”

(ইবনে মাজাহ)

হজ অস্বীকারকারী কাফির হয়ে যাবে। আমাদের উচিত আল্লাহর নিকট গ্রহণীয় হজ করার ব্যাপারে আল্লাহর সাহায্য চাওয়া।

(৭) হজের সামাজিক গুরুত্ব

হজের মাধ্যমে বিশ্ব ভ্রাতৃত্ব তৈরি হয়। প্রতিবছর বিশ্বের নানা প্রান্ত থেকে লক্ষ লক্ষ মুসলিম একই স্থানে সমবেত হয়। হজ বিশ্ব মুসলিমের মহাসম্মেলন।

পবিত্র কুরআনে আল্লাহ বলেন,

“এবং মানুষের নিকট হজের ঘোষণা করে দাও; তারা তোমার নিকট (মক্কায়) আসবে পায়ে হেঁটে ও সর্বপ্রকার ক্ষীণকায় উটের পিঠে আরোহণ করে। তারা আসবে দূর-দূরান্তের পথ অতিক্রম করে।”

(সূরা আল-হাজ্জ, আয়াত ২৭)

হজে এসে সবাই একই রকম পোশাক পরিধান করে আল্লাহর দরবারে নিজেকে সমর্পণ করে। সম্মিলিত কণ্ঠে আওয়াজ করে বলতে থাকে- লাব্বাইক, আল্লাহুম্মা লাব্বাইক: হাজির হে আল্লাহ! আমরা তোমার দরবারে হাজির।

(৮) হজের শিক্ষা ও তাৎপর্য

  • ধন-সম্পদ, বর্ণ-গোত্র ও জাতীয়তার দিক থেকে মানুষে মানুষে পার্থক্য থাকলেও হজ এসব ভেদাভেদ ভুলিয়ে মুসলমানদের ঐক্যবদ্ধ হতে শেখায়।
  • হজ মুসলমানদের আদর্শিক ভ্রাতৃত্ব বন্ধনে আবদ্ধ করে। রাজা-প্রজা, মালিক-ভৃত্য সকলকে সেলাইবিহীন একই কাপড় পরিধান করায়। একই উদ্দেশ্যে মহান প্রভুর দরবারে উপস্থিত করে সাম্যের প্রশিক্ষণ দেয়।
  • হজ মানুষকে পারস্পরিক সম্প্রীতি ও শৃঙ্খলাবোধের শিক্ষা দিয়ে সহানুভূতিশীল করে গড়ে তোলে। বিশ্বভ্রাতৃত্ববোধ শেখায়। পারস্পরিক ভাব ও সাংস্কৃতিক বিনিময়ের মাধ্যমে মানুষের মাঝে সৌহার্দবোধ জাগ্ৰত করে। আল্লাহর ঘর তাওয়াফ করার কারণে সাধারণ মানুষ হাজিদের সম্মান করে থাকে।
পড়ুন
হজ পালনের নিয়ম: হজের ফরজ, ওয়াজিব ও সুন্নত কয়টি? হজের ইতিহাস ও ফজিলতসহ বর্ণনা

সুতরাং, আল্লাহর রহমত পেতে হলে তাঁর আদেশ পালনার্থে ধনী মুসলমানদের যতশীঘ্র সম্ভব হজ আদায় করা উচিত। আমরাও হজ থেকে শিক্ষা লাভ করে বিশ্বজনীন ভ্রাতৃত্ববোধে উদ্বুদ্ধ হব।

অনুরোধ!! পোষ্ট ভালো লাগলে প্লিজ উপরের শেয়ার আইকনে ক্লিক করে পোষ্টটি শেয়ার করে দিন।

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

কর্তব্যপরায়ণতা কী, কাকে বলে এর নানা দিক ও গুরুত্ব

কর্তব্যপরায়ণতা কী, কাকে বলে? এর নানা দিক ও গুরুত্ব

● ইসলাম
আলোচ্য বিষয়: (১) কর্তব্যপরায়ণতা কী? (২) কর্তব্যপরায়ণতা কাকে বলে? (৩) কর্তব্যপরায়ণতার নানা দিক (৪) কর্তব্যপরায়ণতার গুরুত্ব
সূরা আল বাকারা-এর নামকরণ

সূরা আল বাকারা-এর নামকরণ

● ইসলাম
আলোচ্য বিষয়: (১) কুরআনের সূরার নামকরণের ভিত্তি (২) সূরা আল-বাকারা নামকরণের কারণ (৩) সূরা আল-বাকারা নামকরণের তাৎপর্য (৪) সূরা আল-বাকারা নাযিল হওয়ার সময়কাল (৫) সূরা আল-বাকারা এর ফযিলত
ঈদ সম্পর্কে কিছু কথা

ঈদ সম্পর্কে কিছু কথা

● ইসলাম
আলোচ্য বিষয়: আজকের এই পোষ্টটিতে আমরা ঈদ সম্পর্কে কিছু কথা নিয়ে আলোচনা করব, যা এই উৎসবের সৌন্দর্য ও গভীরতাকে তুলে ধরবে।
ইসলামের রাষ্ট্রব্যবস্থা সম্পর্কে বর্ণনা

ইসলামের রাষ্ট্রব্যবস্থা

● ইসলাম
আলোচ্য বিষয়: (১) ইসলামি রাষ্ট্র (২) খিলাফত (৩) খলিফা বা রাষ্ট্রপ্রধানের যোগ্যতা ও গুণাবলি এবং তাদের দায়িত্ব ও কর্তব্য (৪) মজলিসে শূরার সদস্যদের যোগ্যতা ও গুণাবলি এবং তাদের দায়িত্ব ও কর্তব্য (৫) নাগরিক, নাগরিকের অধিকার ও কর্তব্য (৬) ইসলামি রাষ্ট্রে অমুসলিম নাগরিকের অধিকার (৭) মদিনা সনদ: ইসলামি রাষ্ট্রব্যবস্থায় মদিনা সনদের গুরুত্ব
তাহাজ্জুদ নামাজের নিয়মঃ বাংলা উচ্চারণ সহ নিয়ত, দোয়া এবং পড়ার ফজিলত

তাহাজ্জুদ নামাজের নিয়মঃ বাংলা উচ্চারণ সহ নিয়ত, দোয়া এবং পড়ার ফজিলত

● ইসলাম
আলোচ্য বিষয়: নিম্নে তাহাজ্জুদ নামাজের নিয়ম, বাংলা উচ্চারণ সহ নিয়ত, দোয়া এবং পড়ার ফজিলত তুলে ধরা হলো- (১) তাহাজ্জুদ নামাজ‌ কি? (২) তাহাজ্জুদ নামাজের নিয়ত (৩) তাহাজ্জুদ নামাজ সুন্নাত নাকি নফল? (৪) তাহাজ্জুদ নামাজের সময় (৫) তাহাজ্জুদ নামাজের ওয়াক্ত এবং রাকাআত (৬) তাহাজ্জুদের নামাজ পড়ার নিয়ম
পরিচ্ছন্নতা কী, কাকে বলে দৈহিক, পোশাকের ও পরিবেশের পরিচ্ছন্নতার গুরুত্বসমূহ

পরিচ্ছন্নতা কী, কাকে বলে? দৈহিক, পোশাকের ও পরিবেশের পরিচ্ছন্নতার গুরুত্ব

● ইসলাম
আলোচ্য বিষয়: (১) পরিচ্ছন্নতা কাকে বলে? (২) পরিচ্ছন্নতার গুরুত্ব (৩) দৈহিক পরিচ্ছন্নতা (৪) পোশাকের পরিচ্ছন্নতা (৫) পরিবেশের পরিচ্ছন্নতা
ইসলামের আন্তর্জাতিক ব্যবস্থা

ইসলামের আন্তর্জাতিক ব্যবস্থা

● ইসলাম
আলোচ্য বিষয়: (১) ইসলামে আন্তর্জাতিক সম্পর্ক (২) ভ্রাতৃত্ব (উখুয়াত) (৩) উম্মাহ (৪) ইসলামি দাওয়াহ (৫) ইসলামি দাওয়াহ মাধ্যম ও কৌশল (৬) দাঈ এর গুণাবলী (৭) খিদমতে খালক (৮) মানবাধিকার সংরক্ষণে ইসলাম (৯) পরিবেশ সংরক্ষণে ইসলাম
ফিকহ শব্দের অর্থ কি, ফিকহ কি, ফিকহ কাকে বলে, এর প্রয়োজনীয়তা, আলোচ্য বিষয়, উৎস ও উৎপত্তির কারণ

ফিকহ শব্দের অর্থ কি? ফিকহ কি? ফিকহ কাকে বলে? ফিকহ শাস্ত্রের প্রয়োজনীয়তা, আলোচ্য বিষয়, উৎস ও এর উৎপত্তির কারণ

● ইসলাম
আলোচ্য বিষয়: (১) ফিকাহ শাস্ত্রের পরিচয় (২) ফিকাহ শাস্ত্রের বিষয়বস্তু/আলোচ্য বিষয় (৩) ফিকাহ শাস্ত্রের মূল উৎস বা ভিত্তি (৪) ফিকাহ শাস্ত্রের উৎপত্তির কারণ
কুরআন সংকলনের ইতিহাস

কুরআন সংকলনের ইতিহাস

● ইসলাম
আলোচ্য বিষয়: নিম্নে সংক্ষিপ্তভাবে তিনটি ধাপে কুরআন সংকলনের ইতিহাস তুলে ধরা হলো- (১) আল-কুরআনের অবতরণের ইতহাস (২) আল-কুরআনের সংরক্ষণের ইতিহাস (৩) আল-কুরআন গ্রন্থাবদ্ধকরণের ইতিহাস
ছাত্র শিক্ষক সম্পর্ক

ছাত্র-শিক্ষক সম্পর্ক

● ইসলাম
নিম্নে ছাত্র-শিক্ষক সম্পর্ক নিয়ে কিছু কথা তুলে ধরা হলো-